ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাসের মাহমুদ-এর ছড়া

প্রকাশিত: ০৬:৪৯, ৬ জানুয়ারি ২০১৮

নাসের মাহমুদ-এর ছড়া

এই সময়ে শীতে বিকেল গাঙ চুপচাপ গাঙ দিয়েছে ঘুম, ইলিশ ঝিলিক গাঙের জলে আলতো রোদের চুম। এই সময়ে গাঙের দু’ধার সর্ষে ফুলে ছাওয়া, যেনো কারু হোলদে শাড়ি দোদুল পোলায় হাওয়া। আমরা এলাম গাঁয়ে-বাড়ি গাঁয়ের গেছে হেমন্ত, ধানের গন্ধে, পিঠের গন্ধে যায় হারিয়ে এ’মন তো। শীত সময়ে কত্তো মজা বাড়ি বাড়ি হয়, মা ও বোনের তৈরি পিঠায় মন ডুবিয়া রয়। ** নতুন বছর স্বাগতম নতুন নতুন কতো কিছু নতুন বছর দিলো, ফুলপাখিদের গন্ধ, ছন্দ, শাপলা ফোটা বিলও। ধান ফসলের উঠোন চাতাল নানান স্বাদের পিঠে, মা ও বুবুর কথা সকল রসের মতো মিঠে। আরো পেলাম নতুন বই গন্ধে আকুল করা, মন চলে যায় পাঠশালাতে মন টেনে নেয় পড়া। নতুন পড়া ছন্দ ছড়া আনন্দ হৈ-চৈ, নতুন বছর স্বাগতম নতুন শ্রেণী-বই। * নতুন বই গন্ধ থাকে ফলের এবং গন্ধ থাকে ফুলের, আকুল করা গন্ধ আসে নদ ও নদীকূলের। নতুন বইয়ের নুতন গন্ধ এই মাসটায় পাই, ধরতে বই, পড়তে পড়া বইয়ের কাছে যাই। নতুন বছর নতুন মাস নতুন বইয়ের ছন্দে, বাতাসও আজ হলো বিভোর নতুন বইয়ের গন্ধে। ফুলগন্ধের সাথে মিশে অনন্য হৈ-চৈ, নিউ ইয়ারে নিউ উপহার নতুন নতুন বই। * গ্রাম বাংলা বিলের জলে শাপলা মেলা বিলের পাড়ে পাখি, শাপলা পাখি সুন্দর তাই মন খুলিয়া রাখি। মনের জলে মনে ডালে আনন্দ সুর মেলা, শাপলা ফুল ও শীতের পাখি কত্তো করে খেলা। বাংলাদেশের ছয় ঋতুতে বারো রকম রূপ, বারো মাসই আনন্দ হয় নয়কো মোটেও চুপ। এমনই এই সোনার বাংলা হুল্লোরিত গান, তাই দেশকে ভালোবাসি দিয়ে মন ও প্রাণ।
×