ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শাবিতে মাইনর কোর্সে শিক্ষার্থীদের ভোগান্তি

প্রকাশিত: ০৬:৩৭, ৬ জানুয়ারি ২০১৮

শাবিতে মাইনর কোর্সে শিক্ষার্থীদের ভোগান্তি

শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইনর কোর্সগুলোতে সংশ্লিষ্ট শিক্ষকদের গাফেলতির কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। পর্যাপ্ত ক্লাস না নেয়া, নির্ধারিত সময়ে ক্লাস পরীক্ষা না নেয়াসহ কোন কোন শিক্ষকের বিরুদ্ধে শিট হাতে তুলে দিয়ে কোনমতে দায় সারার অভিযোগ তুলছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ২৯ বিভাগের সবকটিতেই স্নাতকে মোট ১৪০ ক্রেডিটের কোর্সের মধ্যে প্রায় ৪০ ক্রেডিট কোর্স মাইনর হিসেবে (অন্যান্য বিভাগের কোর্স) পড়ানো হয়ে থাকে। বাকি ১০০ ক্রেডিট হচ্ছে মেজর কোর্স (নিজ বিভাগের)। মেজর কোর্সের মতো মাইনর কোর্সগুলোও সমান গুরুত্ববহ হলেও শিক্ষকরা মাইনর কোর্সগুলোর বেলায় যত্নশীল না বলে অভিযোগ শিক্ষার্থীদের। অনেক শিক্ষক তিন ক্রেডিটের মাইনর কোর্সে ৩৬টি ক্লাসের বদলে ২/৩টি ক্লাস নিয়ে নিজের তৈরি শিট হাতে তুলে দিয়ে কোর্স শেষ করে দেন বলে শিক্ষার্থীরা জানান। গণিত বিভাগের শিক্ষার্থী জুয়েল রানা বলেন, দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে ‘সিএসই-২৩৭’ ও ‘সিএসই-২৩৮এম’ মাইনর কোর্স হিসেবে পাঠ্য ছিল। মেজর কোর্সের পরীক্ষা শেষ হয়ে তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেলেও এখন পর্যন্ত মাইনর কোর্সগুলোর পরীক্ষা হয়নি। তিনি বলেন, শিক্ষকদের গাফেলতির কারণেই এমনটা হচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষক আন্তরিকভাবে ক্লাস শেষ করে পরীক্ষা নিয়ে নিলেই হয়। মাইনর কোর্সে পরীক্ষা দেরিতে হওয়ার কারণে পরীক্ষার ফলাফলও আসে দেরিতে। এতে শিক্ষার্থীরাই বিড়ম্বনায় পড়ে। রসায়ন বিভাগে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারে মাইনর হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘সিএসই-২০৩ডি ও ২০৪ডি’ এবং গণিত বিভাগের ‘মেথ-২০২সি’ দুটি কোর্স মাইনর হিসেবে পড়ানো হয়। মেজর কোর্সের পরীক্ষা শেষ হওয়ার দেড় মাস পার হয়ে গেলেও মাইনর কোর্সগুলোর পরীক্ষা এখনও শেষ হয়নি। বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে মাইনর কোর্স হিসেবে ইংরেজী বিভাগের ‘ইএনজি-২২৫’ এবং ‘সিএসই-২০২’ হিসেবে পড়ানো হয়। বিভাগের মেজর কোর্সগুলোর পরীক্ষা নবেম্বরে শেষ হয়ে গেলেও মাইনর কোর্সগুলোর ক্লাস এখন বাকি রয়ে গেছে। বাংলা বিভাগের এই সেমিস্টারের শিক্ষার্থী আমির হামজা বলেন, মেজর পরীক্ষা শেষ হয়েছে দেড় মাস হলো। ভাবছিলাম বাড়ি যাব, কিন্তু মাইনর কোর্সের পরীক্ষা বাকি থাকায় বাড়ি যেতে পারছি না। কবে পরীক্ষা হবে সেটাও জানি না। তিনি বলেন, ইংরেজী বিভাগের ‘ইএনজি-২২৫ কোর্সে ৩৬ ক্লাস নেয়ার কথা থাকলেও কোর্স শিক্ষক মাত্র ৬টি ক্লাস নিয়ে কোর্স শেষ করে করেছেন। তবে এই কোর্সের পরীক্ষা এখনও হয়নি। বিশেষ করে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইরেজী, লোকপ্রশাসন ও গণিত বিভাগের মাইনর কোর্সগুলোতে বেশি ভোগান্তি পোহাতে হয় বলে বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কোর্সের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা নতুন বছর থেকে সব বিভাগের একসঙ্গে ক্লাস-পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে সব বিভাগে সেমিস্টার শুরু করলে এ ধরনের সমস্যা থাকবে না।
×