ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার দাবি সিপিবি বাসদের

প্রকাশিত: ০৫:৪০, ৫ জানুয়ারি ২০১৮

নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার দাবি সিপিবি বাসদের

স্টাফ রিপোর্টার ॥ অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য টাকার খেলা, পেশি শক্তি ও সাম্প্রদায়িকতা-আঞ্চলিকতা বন্ধ করে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জোট। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাম জোটের শীর্ষ নেতারা এ দাবি জানান। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাম নেতারা বলেন, আমাদের সামনে আর কোন পথ খালি নেই। তাই পরিবর্তনের একমাত্র পথ হলো আন্দোলন। এজন্য সবাইকে একযোগে মাঠে নামারও পরামর্শ দেন তারা। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজ ৫ জানুয়ারি। ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রার্থী ও ভোটারবিহীন কলঙ্কময় নির্বাচন সংঘটিত হয়েছিল। স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে নয় বছরের জীবনক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে আর্জিত ভোটের অধিকার ৫ জানুয়ারির নির্বাচনের মধ্যদিয়ে চূড়ান্তভাবে হরণ করা হয়েছে। এরশাদ স্বৈরাচারের পতনের পর দুই বছর বাদে পালাক্রমে দেশ পরিচালনা করেছে বিএনপি, আওয়ামী লীগ।
×