ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মালিক সমিতির বিরোধ

বরিশাল থেকে ১০ রুটে ফের বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ০৫:৫৫, ৪ জানুয়ারি ২০১৮

বরিশাল থেকে ১০ রুটে ফের বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঝালকাঠি ও বরিশাল মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্বে আবারও বুধবার সকাল থেকে বরিশাল থেকে সরাসরি দশ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঝালকাঠি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ পূর্বের ন্যায় তাদের আওতাধীন রায়াপুরা থেকে সরাসরি ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পাথরঘাটা, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, রাজাপুর, নলছিটি, মোল্লারহাট ও খুলনা রুটে বাস চালনা করছে। সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় বরিশাল নগরীর রুপাতলী থেকে যাত্রীদের বিকল্প পরিবহনে তিন কিলোমিটার দূরে গিয়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করতে হচ্ছে। বুধবার সকাল থেকে এ অবস্থা বিরাজ করায় যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর পচৗধুরী জানান, দীর্ঘদিন ধরে ওই দশ রুটে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বাগেরহাট সমিতির বাস সমন্বয় করে চলাচল করলেও বরিশাল-কুয়াকাটা রুটে ঝালকাঠি সমিতির কোন বাস চলতে দেয়া হচ্ছে না। কিন্তু বরিশাল-কুয়াকাটা রুটে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন আট কিলোমিটার রাস্তা রয়েছে। তিনি বলেন, ওই আট কিলোমিটার সড়ক বরিশাল ও পটুয়াখালী মালিক সমিতি ব্যবহার করলেও ঝালকাঠি মালিক সমিতির কোন বাস চলতে দেয়া হয় না। তাই ন্যায্য হিস্যার দাবিতে আল্টিমেটাম অনুযায়ী তারা গত ১৮ ডিসেম্বর বরিশাল নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড থেকে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেন। এতে করে বরিশালের কোন বাস ঝালকাঠি কিংবা ঝালকাঠি হয়ে অন্য কোথাও যেতে পারেনি।
×