ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

এক শতাব্দী পর...

প্রকাশিত: ০৫:১৬, ৪ জানুয়ারি ২০১৮

এক শতাব্দী পর...

একশ বছরেরও বেশি সময় পর ইকুয়েডরের গ্যালাপোগোস দ্বীপপুঞ্জে জন্ম নিতে যাচ্ছে বিরল প্রজাতির কচ্ছপ। এক প্রকার শিকারি ইঁদুরের খপ্পরে পড়ে এই প্রজাতির কচ্ছপ বিলুপ্ত হয়ে গিয়েছিল। এবার ওই ইঁদুর নির্মূল করা হয়েছে। বর্তমানে বিপন্ন ওই কচ্ছপের ডিমে তা দেয়া হচ্ছে। শীঘ্রই ডিম ফুটে বাচ্চা আসবে বলে ধারণা করা হচ্ছে। সুখবরটি হলো, প্রাকৃতিকভাবেই বিশাল কচ্ছপগুলো জন্ম নিচ্ছে। এতে কোন কৃত্রিম উপায় অবলম্বন করতে হচ্ছে না। বিজ্ঞানীরা এটাকে বড় ধরনের সফলতা হিসেবে বিবেচনা করছেন। গ্যালাপোগাস দ্বীপপুঞ্জে এক সময় পনেরো প্রজাতির বড় কচ্ছপের অস্তিত্ব ছিল। বর্তমানে সেখান থেকে চারটি বিলুপ্ত হয়ে এগারো প্রজাতি রয়েছে। উনিশ শতকে এই দ্বীপপুঞ্জে মানুষের আগমন শুরু হলে কচ্ছপেরাও বিলুপ্ত হতে শুরু করে। এরপর সেখানে এক প্রকারের ইঁদুর আসে, যেগুলো ওই কচ্ছপ বিলুপ্তির অন্যতম কারণ বলে মনে করা হয়। নতুন করে জন্ম নেয়া এই কচ্ছপ সর্বশেষ আঠারো শতকে দেখা গিয়েছিল। ইকুয়েডর জাতীয় পার্কের প্রধান ডান্নি রুয়েডা বলেন, আঠারো শতকে ইঁদুর এই বিশাল কচ্ছপ খেয়ে ফেলত বলে তারা বংশবিস্তার করতে পারত না। ২০১২ সালের পর বিষ প্রয়োগ করে ওই ভয়ানক ইঁদুরগুলো মেরে ফেলা হয়। -মেইল অনলাইন
×