ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে কারখানা ছুটি

প্রকাশিত: ০৫:৫২, ৩ জানুয়ারি ২০১৮

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে কারখানা ছুটি

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২ জানুয়ারি ॥ শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। মঙ্গলবার সকালে আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের বুড়িপাড়া এলাকাস্থ ‘নিট এশিয়া লিমিটেড’ নামক পোশাক কারখানার মূল ফটকের সামনে বন্ধের নোটিস টাঙ্গিয়ে দেয়া হয়। জানা গেছে, ওই পোশাক কারখানায় কর্মরত রয়েছেন প্রায় ২৫শ’ শ্রমিক। কয়েকদিন আগে ওই কারখানায় জিএম হিসেবে যোগ দেন বাশার নামের এক ব্যক্তি। তিনি যোগ দেয়ার পর ওই কারখানার এ জি এম তারেক চাকরি থেকে স্বেচ্ছায় চলে যাওয়ার জন্য তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে শ্রমিকরা এ জি এম তারেককে ছাড়া কারখানায় কাজ করবে না জানিয়ে শনিবার কারখানার ভিতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। একই সাঙ্গে তারা অবিলম্বে জি এম হিসেবে যোগদানকারী বাশারের প্রত্যাহার দাবি করে। তাকে রাখলে কাজ করবে না বলে শ্রমিকরা মালিকপক্ষকে জানিয়ে দেয়।
×