ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫০, ৩ জানুয়ারি ২০১৮

এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ ‘পটুয়াখালীর গলাচিপা-দশমিনা এলাকার ব্যাপক উন্নয়ন কর্মকান্ড-কে আড়াল করতে এলাকার একটি কুচক্রিমহল সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আখম জাহাঙ্গীর হোসাইনের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা এ কুচক্রিমহলকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে।’ মঙ্গলবার দুপুরে গলাচিপা পৌর আওয়ামী লীগের আহ্বানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা এ আহ্বান জানান। পৌরমঞ্চ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবর রহমান, যুগ্ম সম্পাদক সরদার শাহআলম, শামীম, নারী নেত্রী ওয়ানা মার্জিয়া নিতু প্রমুখ। এর আগে এমপি আখম জাহাঙ্গীর হোসাইনের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেয়। মানবন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত-একটি জাতীয় দৈনিকে রবিবার এলাকার নির্বাচনী হালচাল সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হয়। আওয়ামী লীগ নেতৃবৃন্দ দাবি করেছেন, ওই প্রতিবেদনে দলেরই কয়েক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে চারবারের নির্বাচিত এমপি আখম জাহাঙ্গীর হোসাইনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিষোদগার করা হয়। যা ব্যক্তি জাহাঙ্গীর এবং আওয়ামী লীগের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
×