ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারী ৬ বাণিজ্যিক ব্যাংকের মুনাফা ৩৯৬১ কোটি টাকা

প্রকাশিত: ০৪:১০, ৩ জানুয়ারি ২০১৮

সরকারী ৬ বাণিজ্যিক ব্যাংকের মুনাফা ৩৯৬১ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত বছর সরকারী ৬ বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালন মুনাফা অনেক বেড়েছে। গত বছরে এ খাতের ৬ ব্যাংকের মুনাফা হয়েছে ৩ হাজার ৯৬১ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ৯৭ শতাংশ বেশি। গত ২০১৬ সালে এ খাতের ব্যাংকগুলোর পরিচালন মুনাফা হয় ২ হাজার ১০ কোটি টাকা। ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক খরচ কমানো, নতুন ঋণ বিতরণ এবং খেলাপী ঋণ আদায়ের মাধ্যমে এই মুনাফা বাড়ানো সম্ভব হয়েছে। সরকারী ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ১৭৮ কোটি পরিচালন মুনাফা হয়েছে সোনালী ব্যাংকের। দেশের সবচেয়ে বড় এই ব্যাংকের মুনাফা বেড়েছে ১৭৮ শতাংশ। আগের বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৪২৪ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা করেছে জনতা ব্যাংক ১ হাজার ১৭১ কোটি টাকা। গত ২০১৬ সালে ব্যাংকটির মুনাফা হয়েছিল ১ হাজার ১০ কোটি টাকা। অগ্রণী ব্যাংকের মুনাফা ৫৮৯ কোটি টাকা থেকে প্রায় দ্বিগুণ বেড়ে গত বছর শেষে ৯৫০ কোটি টাকা হয়েছে। মুনাফায় চমক দেখিয়েছে রূপালী ব্যাংক। গত ২০১৬ সালে ব্যাংকটি ৮৭ কোটি টাকা লোকসানে থাকলেও গত বছরে ৫৩৭ কোটি টাকা মুনাফা করেছে। এদিকে ঋণ ডাকাতিতে সর্বস্বান্ত বেসিক ব্যাংক এ বছরও মুনাফা করেছে। বিদায়ী বছরে মুনাফা হয়েছে ৪৩ কোটি টাকা, আগের বছরে যা ছিল ৯ কোটি টাকা। তার আগের পরপর দুই বছর বিপুল পরিমাণ লোকসান করে বেসিক ব্যাংক। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) মুনাফা ৬৪ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১০৮ কোটি টাকা।
×