ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কাওরানবাজারে রেল বস্তিতে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৪:২৪, ২ জানুয়ারি ২০১৮

কাওরানবাজারে রেল বস্তিতে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাওরান বাজারের রেললাইন বস্তিতে অগ্নিকাণ্ডে ২০-২৫টি ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে বস্তি সংলগ্ন রেললাইন হওয়ায় রেল চলাচলে বিঘিœত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১২টার দিকে রেললাইন বস্তিতে আগুন লাগে। এতে মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ারের কর্মীরা। আগুন লাগার পর পাশের রেললাইন হওয়ায় ট্রেন চলাচল বিঘিœত হয়। আগুন নিয়ন্ত্রণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, বস্তির কোন একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ঘরগুলোতে তা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এলেও এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়েছে। সোমবার বিকেলে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশিষ বর্মন গণমাধ্যমকে জানান, বস্তির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
×