ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম ওয়াসার সেবা মাস সমাপ্ত ॥ আদায় আড়াই কোটি টাকা

প্রকাশিত: ০৬:১৮, ১ জানুয়ারি ২০১৮

চট্টগ্রাম ওয়াসার সেবা মাস সমাপ্ত ॥ আদায় আড়াই কোটি টাকা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ পানি সরবরাহ সেবার মান বৃদ্ধিসহ সংস্থার কার্যক্রমের সার্বিক উন্নয়নে মাসব্যাপী সেবামাস পালন করেছে। সেবামাস চলাকালে অভিযান চালিয়ে ১ হাজার ৪১৩টি অবৈধ গভীর নলকূপের সন্ধান পাওয়া গেছে। এছাড়া এ সময় প্রায় আড়াই কোটি টাকার বকেয়া আদায় করা হয়েছে। সেবামাস চলাকালে ৮০২টি বৈধ গভীর নলকূপ পাওয়া গেছে। এছাড়া ৫ হাজার ১৭১টি সংযোগ দেয়া হয়েছে। সেবা মাসের সমাপনী দিন রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম ওয়াসার নেয়া বিভিন্ন প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। নগরীর ৭৫ থেকে ৮০ ভাগ মানুষ পানি পাচ্ছে বলে তিনি দাবি করেন। সরবরাহকৃত পানির মধ্যে ৭৫ শতাংশ নদী এবং অবশিষ্ট পানি গভীর নলকূপ থেকে সংগ্রহ করা হচ্ছে। যেসব অবৈধ নলকূপের সন্ধান মিলেছে সেগুলোকে লাইসেন্সের আওতায় আনার প্রক্রিয়ায় আনা হবে বলে তিনি জানান। এছাড়া পাইপ লাইন বসানোর কারণে মদুনাঘাট থেকে কাপ্তাই সড়কটি যে ক্ষতির শিকার হয়েছে তা সংস্কার দ্রুততম সময়ে করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
×