ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেগম জিয়াকে নির্বাচনের বাইরে রাখতেই মামলা ॥ আমির খসরু

প্রকাশিত: ০৮:০৯, ৩০ ডিসেম্বর ২০১৭

বেগম জিয়াকে নির্বাচনের বাইরে রাখতেই মামলা ॥ আমির খসরু

স্টাফ রিপোর্টার ॥ খালেদাকে নির্বাচনের বাইরে রাখতেই তার বিরুদ্ধে মামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে সরকার নির্বাচনী প্রজেক্ট হিসেবে ব্যবহার করছে। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমির খসরু বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির সঙ্গে খালেদা জিয়ার কোন সম্পৃক্ততা নেই। এটা জেনে শুনে সরকার সেই পথেই যাচ্ছে। কারণ তাদের আর কোন পথ নেই। তবে ওই পথে সরকার না গেলেই তাদের জন্য ভালো হবে। আমি তাদের বলতে চাই, ওই পিচ্ছিল পথে আর যাবেন না। নতুন বছরে গণতন্ত্র ফিরে আসবে উল্লেখ করে আমির খসরু বলেন, ক্ষমতাসীনদের উচ্চমূল্যে বিদায় নিতে হবে। আর এ ২০১৮ সালেই আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নেবে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের তুলনায় বিএনপির জনপ্রিয়তা বেড়েছে দাবি করে আমির খসরু বলেন, আওয়ামী লীগের ৬০ শতাংশ ভোট কমেছে, আর বিএনপির ৪০ শতাংশ ভোট বেড়েছে। এই অনুপাত সারাদেশের ক্ষেত্রে চিন্তা করলে আমি আওয়ামী লীগের একটি আসনও জেতার কারণ দেখতে পাচ্ছি না। আন্দোলন ঠেকাতে খালেদার মামলায় শাস্তির চেষ্টা-নোমান: বিএনপির আন্দোলন থামাতে সরকার খালেদা জিয়ার মামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় শাস্তির চেষ্টা চালানো হচ্ছে। শুক্রবার সকালে শেরেবাংলা নগরে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়ার মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
×