ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্লাস্টিক খাত দ্রুত প্রসার লাভ করছে

প্রকাশিত: ০৫:২৫, ২৯ ডিসেম্বর ২০১৭

প্লাস্টিক খাত দ্রুত প্রসার লাভ করছে

অর্থনৈতিক রিটেপার্টার ॥ দেশে যে কয়টি শিল্পখাত দ্রুত প্রসার লাভ করছে প্লাস্টিক তার অন্যতম। তবে, এই শিল্পের পণ্য তৈরিতে একদিকে যেমন আমদানি করতে হয় প্রায় শতভাগ কাঁচামাল, তেমনি নতুন ডিজাইনের পণ্য তৈরির কোন মোল্ড সুবিধাও নেই দেশে। বাজার ধরতে এসব সমস্যা সমাধানের পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সরকারকে উদ্যোগী হওয়ার দাবি ব্যবসায়ীদের। সম্ভাবনার বিচারে প্লাস্টিক খাতে চীন-ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশ থেকে যৌথ বিনিয়োগ আকর্ষণ করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ২০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ আর ১২ লাখ মানুষের কর্মসংস্থানের যোগান দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের প্লাস্টিক শিল্প। প্রতিটি শিল্পখাতের আনুষঙ্গিক পণ্য যেমন তৈরি করছে, তেমনি বড় হচ্ছে এই শিল্পের নিজস্ব পণ্য তৈরির পরিসরও। অভ্যন্তরীণ চাহিদার প্রায় সবটুকু মেটানোর পর বিশ্বের নামীদামী প্রতিষ্ঠানেও পণ্য সরবরাহ করছে দেশের প্লাস্টিকখাত। একজন প্লাস্টিক শিল্প কারখানার মালিক বলেন, বড় বড় বায়াররা আমাদের সঙ্গে কাজ করছে। আমরা কোয়ালিটি এবং কমিটমেন্টের সঙ্গে কোন কম্প্রোমাইজ করি না। বিশ্বের অনেক দেশও নতুন করে আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের প্লাস্টিক পণ্য আমদানির। তবে দ্বিপক্ষীয় দুর্বল বাণিজ্য কৌশলের কারণে সব সুবিধা কাজে আসছে না বলে দাবি খাত সংশ্লিষ্টদের। একজন প্লাস্টিক শিল্প কারখানার মালিক বলেন, জাম্বো ব্যাগ। সেকেন্ড লার্জেস্ট আমরা ইওরোপের বাজারে। নেক্সট মার্কেটটা হলো জাপানে। জাপানে জয়েন্ট ভেঞ্চার আমাদের সঙ্গে করতে চাচ্ছে। এটা আমাদের জন্য একটা সুযোগ। সরকারের তো একটা লিমিটেশন আছে। যদি আমরা সাপোর্ট পাই, আমাদের কিন্তু এক্সপোর্ট আরও বেশি হতো। প্রতিযোগিতার বাজার বিশ্লেষণে সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পথেই চলছে প্লাস্টিক খাত। এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে মোল্ড সুবিধার অভাব। এখনও গড়ে উঠেনি পণ্যের মান যাচাইয়ের জন্য মান সম্পন্ন কোন প্রতিষ্ঠানও। একজন প্লাস্টিক শিল্প কারখানার মালিক বলেন, আমাদের দেশেই একটা প্লাস্টিক মোল্ডিং ম্যানুফ্যাকচারিং যত তাড়াতাড়ি নামবে, আমাদের প্রোডাকশন কস্ট আরও কমে যাবে। আরেকজন বলেন, প্রতিটি আইটেমের জন্য দেখা যায়, আমাদের বিদেশ থেকে মোল্ড নিয়ে আসতে হচ্ছে। এখন বিদেশ থেকে আনতে গেলে যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো লিড টাইম। একটা মোল্ডের ডিজাইন থেকে পাঁচ-ছয় মাস লেগে যায় প্রোডাক্ট বাজারে আনতে। বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে প্লাস্টিক খাতে বিদেশী বিনিয়োগ আকর্ষণে মনোযোগ দেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অর্থনীতিবিদের ভাষ্যে, আন্তর্জাতিক বাজারের লক্ষ্য নিয়ে প্লাস্টিক শিল্প গড়ে তোলার জন্য চেষ্টা করা উচিত। আন্তর্জাতিক বাজারে যেসব প্রতিযোগিতার সক্ষম দেশ রয়েছে, সেসমস্ত দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে কীভাবে বিনিযোগে উৎসাহী করা যায়, সেটা দেখতে হবে। সেটা যৌথ উদ্যোগে হতে পারে, আবার একক উদ্যোগেও হতে পারে।
×