ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাংস্কৃতিক অঙ্গনে ছেলে-মেয়েদের উৎসাহ জাগাতে হবে ॥ নূর

প্রকাশিত: ০৬:১৯, ২৮ ডিসেম্বর ২০১৭

সাংস্কৃতিক অঙ্গনে ছেলে-মেয়েদের উৎসাহ জাগাতে হবে ॥ নূর

সংবাদদাতা, মেহেরপুর, ২৭ ডিসেম্বর ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে জোট-মহাজোট অনেক কিছুই হবে। আমরা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এ ধরনের প্রক্রিয়াকে স্বাগত জানাই। গণতান্ত্রিক দেশে নির্বাচনে অংশগ্রহণ করা ও এ প্রক্রিয়াকে শক্তিশালী করাই আমাদের সাফল্যের অন্যতম মাপকাঠি বলে জানালেন সাংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী সাংস্কৃতিক অঙ্গনে ছেলেমেয়েদের উৎসাহ জাগানোর জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান। বিদ্যালয়টির পঞ্চাশ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখর, সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ খালেক।
×