ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

হত্যা মামলার আসামি ইউপি সদস্যের হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

প্রকাশিত: ০৬:১৭, ২৮ ডিসেম্বর ২০১৭

হত্যা মামলার আসামি ইউপি সদস্যের হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৭ ডিসেম্বর ॥ মঠবাড়িয়ায় আলোচিত বিএনপি নেতা হাবিব তালুকদার হত্যা মামলার ২নং এজাহারভুক্ত আসামি ইউপি সদস্য ইদ্রিস তালুকদারের দুই পা ও এক হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। মঙ্গলবার রাতে উপজেলার তুষখালী লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইউপি সদস্য ইদ্রিস তালুকদারকে স্থানীয় উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা হাসপাতালে প্রেরণ করেছেন। সে ধনীসাফা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ইউপি সদস্য। তিনি উচ্চ আদালতে জামিনের পর বর্তমানে নি¤œ আদালত থেকে জামিনে রয়েছেন। জানা গেছে, মঙ্গলবার সন্ধার পরে সাফা ইউনিয়র পরিষদ থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বুড়িরচর গ্রামের তুষখালী লঞ্চঘাট স্ট্যান্ডে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়ে গুরুতর আহত করে। ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন তালুকদার অভিযোগ করেন, স্থানীয় শাহীন তালুকদার, স্বপন তালুকদার, খলিল মোল্লা, শাহ আলম তালুকদারের নেতৃত্বে ২৫-৩০ জন দুর্বৃত্ত ইদ্রিস তালুকদারের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে ইউপি সদস্য ইদ্রিস তালুকদারের হাত-পা ভেঙ্গে স্থানীয় শহিদুল তালুকদারের বাড়ির পিছনে ফেলে রেখে যায়। উল্লেখ্য, গত ৪ এপ্রিল ১৭ হাবিব তালুকদারকে ডেকে নিয়ে হত্যা করা হয়। ওই দিন গভীর রাতে নিহতের লাশ উপজেলার তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের পাশ থেকে পুলিশ উদ্ধার করে।
×