ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিক রিমান্ডে

প্রকাশিত: ০৫:৩০, ২৮ ডিসেম্বর ২০১৭

মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিক রিমান্ডে

মিয়ানমারে আটক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে ১৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বুধবার তাদের আদালতে উপস্থিত করা হলে তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়। আটক হবার পর এই দুই সাংবাদিককে প্রথমবারের মতো জনসমক্ষে আনা হল। খবর বিবিসির। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতন নিয়ে সংবাদ সংগ্রহের জন্য তারা কিছু দলিল জোগাড় করেছিলেন। সেজন্য তাদের অফিসিয়াল সিক্রেট আইনে গ্রেফতার করা হয়। দু’জনই মিয়ানমারের নাগরিক। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে এ দু’জনকে আটক করা হয়েছে। ইয়াঙ্গুন শহরের উপকণ্ঠে পুলিশের নিমন্ত্রণে রাতের খাবার আয়োজন করে তাদের ডেকে নেয়া হয়। এরপর তাদের আটক করা হয়। গোপনীয়তা লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদন্ড-। বুধবার আদালতে হাজির করানোর পর সাংবাদিকদের পরিবারের সদস্যরা তাদের জড়িয়ে ধরে কান্না করেন। তাদের আটকের পর পরিবারের সদস্যদের দেখা করতে দেয়া হয়নি।
×