ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ফ্যাক্টর ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:২৪, ২৮ ডিসেম্বর ২০১৭

আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ফ্যাক্টর ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রংপুর সিটি নির্বাচনে জয়লাভের পর এখন বেশ চাঙ্গা জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। বুধবার বিকেলে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এখন ফ্যাক্টর। আমাদের এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে শেষ পর্যন্ত কিভাবে নির্বাচনে যাবে তা নির্ভর করছে সামগ্রিক পরিস্থিতির ওপর। জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ ব্যক্তিগত সফরে চট্টগ্রামে এসে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগাম মন্তব্য করা ঠিক হবে না। আমরা আপাতত আওয়ামী লীগের সঙ্গে জোটে আছি। আগামীতে কী হবে বা কিভাবে নির্বাচন হবে সে সম্পর্কে ভবিষ্যত বাণী করা সম্ভব নয়। তবে আমাদের দলের ৩শ আসনের জন্যই প্রার্থী আছে। কতজন নির্বাচিত হতে পারবে সে সম্পর্কে ধারণা না দিলেও জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমরা ভাল করব। রংপুর সিটি নির্বাচন কমিশনের জন্য একটি বড় ধরনের পরীক্ষা ছিল। সে পরীক্ষায় কমিশন উত্তীর্ণ হয়েছে। রংপুর সিটি নির্বাচনকে প্রথমবারের মতো সুষ্ঠু নির্বাচন উল্লেখ করে জাতীয় নির্বাচনেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় জাতীয় পার্টির নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমদ বাবলু, মহানগর জাতীয় পার্টির সভাপতি মাহজাবীন মোরশেদ, দলের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম প্রমুখ।
×