ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা সীমান্ত স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট

প্রকাশিত: ০৫:১১, ২৭ ডিসেম্বর ২০১৭

সাতক্ষীরা সীমান্ত স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা। ২৩৮ কিলোমিটার এলাকাজুড়ে বাংলাদেশ-ভারত সীমান্ত। আর এ সীমান্তের বিভিন্ন চোরাই পথ দিয়ে প্রতিদিন পাচার হচ্ছে কেজি কেজি স্বর্ণ। চোরাচালানিরা নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে সাতক্ষীরার এসব সীমান্তবর্তী এলাকার পথ। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বর্ণ আমদানিতে কড়াকড়ি আরোপ করায় ভারতে স্বর্ণ আমদানি ৯৫ শতাংশ কমে যায়। সেই সঙ্গে ভারত স্বর্ণ আমদানির শুল্ক হার ৬ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। ফলে শুরু হয় চোরাই পথে ভারতে স্বর্ণ পাচার। বিশ্বের সর্ববৃহৎ স্বর্ণ ব্যবহারকারী দেশ ভারতে স্বর্ণ পাচার অতিমাত্রায় বেড়ে যায়। বর্তমানে এ অঞ্চলে ও ভারতের পশ্চিম বঙ্গের চোরাচালানিদের কাছে স্বর্ণ পাচার এখন অধিকতর লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের দুবাই থেকে স্বর্ণ চারাচালান হয়ে বাংলাদেশ আসছে। এরপর বিভিন্ন স্থান ঘুরে সাতক্ষীরার সীমান্ত পথ দিয়ে ঢুকছে ভারতে। এছাড়া স্বর্ণ চোরাচালানের জন্য গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। এ সিন্ডিকেটের সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সীমান্তবর্তী এলাকার স্থানীয় প্রভাবশালীরা জড়িত বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান। স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট হিসেবে সাতক্ষীরার সীমান্তবর্তী অঞ্চলগুলো ব্যবহার হলেও বিজিবির পক্ষ থেকে অভিযান থেমে নেই। বিভিন্ন সময় ভারতে পাচারকালে সীমান্ত এলাকা থেকে স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চোরাকারবারিকেও আটক হয়েছে। চোরাচালানিরা স্বর্ণ পাচারের যেমন চেষ্টা করছে, তেমনি বিজিবির পক্ষ থেকেও অভিযান অব্যাহত রয়েছে।
×