ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘোড়দৌড় প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:০৬, ২৬ ডিসেম্বর ২০১৭

ঘোড়দৌড় প্রতিযোগিতা

সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ২৫ ডিসেম্বর ॥ ঐতিহ্য ধরে রাখতে ভূঞাপুরে ঘোড়দৌড়ের আয়োজন করা হয়। শালদাইর, ছাব্বিশা, ভাদুরীর চর ও সাফলকুড়া গ্রামের যৌথ উদ্যোগে সোমবার বিকেলে উপজেলার শালদাইর এলাকায় এই ঘোড়াদৌড় অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন জেলার দুই শতাধিক ঘোড়া অংশগ্রহণ করে। গোবিন্দাসী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে ঘোড়দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির)। এছাড়াও উপস্থিত ছিলেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম কাউসার চৌধুরী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিঞা প্রমুখ। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ১৫৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও কথাসাহিত্যিক ঝর্না রহমানকে সম্মাননা দেয়া হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন মুন্সীগঞ্জ কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. নূহ উল আলম লেনিন। বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ কেন্দ্রের সভাপতি রামপাল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান।
×