ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে বাস উল্টে দম্পতি নিহত ॥ আহত ১০

প্রকাশিত: ০৪:০২, ২৬ ডিসেম্বর ২০১৭

সিরাজগঞ্জে বাস উল্টে দম্পতি নিহত ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সোমবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতেরা হলো রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামের আব্দুস সাত্তার (৭৫) ও তার স্ত্রী মালেকা বেগম (৬৫)। সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নিহত দম্পতি ওমরা হজ পালনের জন্য দেশ ট্রাভেলর্সের একটি কোচে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিলেন। কোচটি উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী নিহত ও অন্তত ১০ যাত্রী আহত হয়। সোমবার দুপুরে নিহতের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজশাহীতে স্কুলছাত্র স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম হাসিবুল ইসলাম (১১)। সে উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আবদুল হাকিমের ছেলে। সোমবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার সুলতানগঞ্জ-ফরিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল সুলতানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে ট্রাকের চালককেও। জানা গেছে, দুপুরে হাসিবুল বাইসাইকেলে চড়ে চাচারবাড়ি যাচ্ছিল। পথে বাইসাইকেলের চেন পড়ে যায়। মহাসড়কের পাশে বাইসাইকেল দাঁড় করিয়ে সে চেন তুলছিল। এসময় চাঁপাইনবাবগঞ্জগামী ওই ট্রাকটি তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নওগাঁয় চালক নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, সাপাহারে সড়ক দুর্ঘটনায় এক মোটরবাইক চালক নিহত হয়েছে। নিহত মোটরবাইক চালক উপজেলার রাইপুর গ্রামের আলাউদ্দীনের পুত্র। জানা গেছে, রবিবার রাত সাড়ে ১২টার দিকে সাপাহার বাজার থেকে ভাড়ায় চালিত মোটরবাইক চালক মাসুদ রানা (২৮) মামুনুর রশিদ নামে এক যাত্রীকে তার মোটরবাইকে নিয়ে বাসায় পৌঁছে দেয়ার উদ্দেশে রওনা হয়। রাস্তায় তারা নিশ্চিন্তপুর মোড়ের নিটক পৌঁছলে মোড়ের বাঁক ঘোরার সময় মোটরবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মোটরসাইকেলটি রাস্তার পার্শ্বে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই চালক মাসুদ রানা নিহত হয়। এসময় যাত্রী মামুনুর রশিদ ছিটকে পড়ে তার একটি হাত ভেঙ্গে যায়। রাতেই আহত মামুনুর রশিদকে সাপাহার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। কক্সবাজারে চালকসহ দুই স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, চকরিয়ায় মাইক্রোবাস ও মালবাহী কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চকরিয়ায় উত্তর হারবাংয়ের ভা-ারিয়ার ডেপায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চান্দগাঁও এলাকার আলামিয়া সওদাগর বাড়ির আরমান হোসেন ও মাইক্রোবাসের চালক চকরিয়া ডুলাহাজারা বৈরাগীরখিল এলাকার সাহেদুল ইসলাম পাপ্পু। আহতরা হচ্ছে শাহাজাহান, শওকত আকবর ও জুয়েল দাশগুপ্ত। তন্মধ্যে জুয়েল দাশগুপ্তের অবস্থা আশঙ্কাজনক। এরা মোস্তাফা গ্রুপের কর্মকর্তা-কর্মচারী বলে জানা গেছে।
×