ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ছুরিকাঘাত করে নদীতে ফেলে দেয়া যুবলীগ নেতার খোঁজ মেলেনি

প্রকাশিত: ০৫:৩৮, ২৫ ডিসেম্বর ২০১৭

ছুরিকাঘাত করে নদীতে ফেলে দেয়া যুবলীগ নেতার খোঁজ মেলেনি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জ পানগুছি নদীতে নিখোঁজ খুলনার যুবলীগ নেতা খায়রুজ্জামান সবুজের (৩২) খোঁজ রবিবার বিকেল পর্যন্ত মেলেনি। স্থানীয় এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার সন্ধান চালিয়ে যাচ্ছেন। শনিবার দুপুরে একটি ট্রলারে করে সন্ন্যাসী এলাকায় যাবার সময় সবুজ ও তার বন্ধু খুলনা কেডিএ’র সার্ভেয়ার সামছুল আরেফিন রনিকে মারপিট করে নদীতে ফেলে দেয় তাদের সহযাত্রী দুর্বৃত্তরা। ওই সময় চিৎকারে মোরেলগঞ্জের গাবতলা এলাকার ট্রলার চালকরা রনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু নদীতে ডুবে যায় সবুজ। সে খুলনা সিটি কর্পোরেশনের ২০ ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং দুজনেরই বাড়ি খুলনার শেখপাড়ায় বলে জানা গেছে। চিকিৎসাধীন অবস্থায় রনি জানান, একটি ৫তলা ভবনের ডিজাইন করার কথা বলে হাসান নামে এক যুবক শনিবার খুলনা থেকে রনি ও সবুজকে মোরেলগঞ্জে নিয়ে আসে। দুপুরের দিকে তারা একটি ট্রলারে উঠে বলেশ্বর নদী দিয়ে যাবার সময় পথে গাবতলায় হঠাৎ করেই রনি ও সবুজকে ছুরিকাঘাত ও মারপিট শুরু করে ট্রলারে থাকা অপর ৭ যুবক। ওই সময় জীবন বাঁচাতে তারা দুজনই নদীতে ঝাঁপ দেয়।
×