ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গ্রামীণ ব্যাংকের কিস্তি দিতে না পেরে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ০৫:৩৫, ২৫ ডিসেম্বর ২০১৭

গ্রামীণ ব্যাংকের কিস্তি দিতে না পেরে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলার চৌহালীতে গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ জরিনা খাতুন (২৮) নামের এক গৃহবধূ শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহতের বাড়ি উপজেলার পশ্চিম খাসকাউলিয়া গ্রামে। স্বামী কৃষি শ্রমিক আব্দুর রউফ। তাদের পরিবারে ৫ সন্তান রয়েছে। শনিবার রাতে এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, শাহজানী ভাড়রা ইউনিয়ন শাখা গ্রামীণ ব্যাংক থেকে দু দফায় ২০ হাজার এবং ১০ হাজার টাকা ঋণ গ্রহণ করে নিয়মিত সাড়ে ৭শ টাকা সপ্তাহে কিস্তি দিয়ে আসছিল জরিনা খাতুন। এর মধ্যে শিশু সন্তানদের নিয়ে অভাবের সংসার চালাতে নানা অনটনে পড়ে তার পরিবার। দুইবেলা দু’মুঠো খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছিল। রবিবার সকালে ছিল সাপ্তাহিক কিস্তির টাকা দেবার সময়। গ্রামীণ ব্যাংকের মাঠ কর্মীরা আগে থেকেই টাকা দেয়ার জন্য চাপ দিচ্ছিল। কোনভাবেই কিস্তির টাকা সংগ্রহ করতে পারছিলেন না অসহায় এই মহিলা। শনিবার সকালে কোন উপায় না বুঝে সে নিজের ঘরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে দ্রুত ঢাকায় নেবার পরামর্শ দেয় চিকিৎসকরা। পরে ঢাকায় নিয়ে যাবার পথে রাত একটার দিকে সে মারা যায়। নিহত জরিনার স্বামী আব্দুর রউফ অভিযোগ করে জানান, আমাদের অভাব দেখে কিস্তির টাকার জন্য গ্রামীণ ব্যাংকের কর্মীরা নানাভাবে আগে থেকেই চাপ দিত। অভাবের কারণে টাকা গোছাতে না পেরে আমার স্ত্রী শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে।
×