ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পুনর্অর্থায়ন তহবিলের মেয়াদ বাড়ল

প্রকাশিত: ০৫:২৭, ২৫ ডিসেম্বর ২০১৭

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পুনর্অর্থায়ন তহবিলের মেয়াদ বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য গঠিত পুনর্অর্থায়ন তহবিলের ঋণের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ যেসব বিনিয়োগকারী ঋণ নিতে চায় তারা ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও এ সংক্রান্ত কমিটির প্রধান মোঃ সাইফুর রহমান। রবিবার এই তহবিলের ঋণ বিতরণ সংক্রান্ত কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাইফুর রহমান বলেন, এই তহবিলের ঋণের জন্য এখনও ২৫৭ কোটি টাকা অবণ্টিত রয়েছে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সরকার যে তহবিল গঠন করেছে তার থেকে যারা ইতোমধ্যে ঋণ নিয়েছেন এবং পরিশোধ করেছে তারা চাইলে আবার আবেদন করতে পারবে। কমিটি বিষয়টি বিবেচনা করবে। আর যেসব বিনিয়োগকারী প্রথমবার আবেদন করবে তারাও অগ্রাধিকার ভিত্তিতে এই ঋণ পাবে। তিনি আরও বলেন, এই তহবিলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ৩১ ডিসেম্বর। কিন্তু ঋণ বিতরণ কমিটি বিনিয়োগকারীদের কথা বিবেচনা করে আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছে। উল্লেখ্য, ২০১০ সালে ধসের পরিপ্রেক্ষিতে মার্জিন ঋণ গ্রহীতা ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে উঠার জন্য সকারের পক্ষ থেকে ৯০০ কোটি টাকার পুনর্অর্থায়ন তহবিল ঘোষণা করা হয়। ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের মাঝে ৬৪২ কোটি টাকা ছাড় করা হয়েছে। আর সুদসহ আদায় হয়েছে ৬৮৬ কোটি টাকা।
×