ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২২ বছরেও টেকনাফ স্থলবন্দরে পণ্য ওঠানামায় যুক্ত হয়নি কোন ভারি যন্ত্রপাতি

প্রকাশিত: ০৫:১৬, ২৪ ডিসেম্বর ২০১৭

২২ বছরেও টেকনাফ স্থলবন্দরে পণ্য ওঠানামায় যুক্ত হয়নি কোন ভারি যন্ত্রপাতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ টেকনাফ স্থলবন্দর দিয়ে বাড়ছে মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য। বাড়ছে রাজস্ব আয় ও পণ্য রফতানি। কিন্তু দীর্ঘ ২২ বছরেও বন্দরে যুক্ত হয়নি পণ্য উঠানামায় কোন ভারি সরঞ্জাম। ফলে কায়িক শ্রমে চলে এ বন্দরের পণ্য উঠানামা। এর মধ্যে দীর্ঘদিন ধরে অকার্যকর একটি জেটি। ফলে ব্যাহত হচ্ছে পণ্য আনা নেয়া। যদিও সক্ষমতা বাড়াতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। দেশের সর্বদক্ষিণের স্থলবন্দর টেকনাফ। মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য বাড়াতে ১৯৯৫ সালে চালু হয় এ বন্দরের কার্যক্রম। গত ২২ বছরে এ বন্দরে মোট রাজস্ব আদায় হয় ১ হাজার কোটি টাকার বেশি। আর রফতানি হয় ২ শ’ কোটি টাকার বেশি পণ্য। বর্তমানে মাছ, শুঁটকি, গাছ, চাল, আচার, প্লাষ্টিক পণ্য, তৈরি পোষাকসহ আমদানি রফতানি পরিমাণ প্রতিদিন এক থেকে দেড় হাজার টন। বাণিজ্য বাড়লেও পণ্য উঠানামায় এ বন্দরে নেই কোন সরঞ্জাম। মূলত ৬টি জেটিতে কায়িক পরিশ্রমের মাধ্যমে এসব পণ্য উঠানামা করা হয়। এর মধ্যে দীর্ঘদিন ধরে অকার্যকর একটি জেটি। নেই পর্যাপ্ত শ্রমিকও। ফলে পণ্য উঠানামায় সময় লাগে বেশি। তবে বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনতে জেটি নির্মাণ ও শ্রমিক নিয়োগসহ বেশ কিছু পদক্ষেপের কথা জানায় কর্তৃপক্ষ। এছাড়া শ্রমিক ও কর্মকর্তাদের নিরাপত্তায় একটি কমিউনিটি ক্লিনিক চালুর কথাও জানান এই কর্মকর্তা।
×