ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিদ্যুত চালিত গাড়ি উৎপাদনে একসঙ্গে কাজ করবে টয়োটা ও প্যানাসনিক

প্রকাশিত: ০৫:১৬, ২৪ ডিসেম্বর ২০১৭

বিদ্যুত চালিত গাড়ি উৎপাদনে একসঙ্গে কাজ করবে টয়োটা ও প্যানাসনিক

অর্থনৈতিক রিপোর্টার ॥ গাড়ি উৎপাদনে বিশ্বের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান টয়োটা মোটর কর্পোরেশন। অন্যদিকে বৈদ্যুতিক পণ্য উৎপাদনে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে প্যানাসনিক কর্পোরেশন। প্রথমবারের মতো একইসঙ্গে কাজ করবে জাপানের এ প্রতিষ্ঠান দুটি। যৌথভাবে কাজ করবে বিদ্যুতচালিত গাড়ির জন্য নির্মিত ব্যাটারির উন্নয়নে। বিশ্বব্যাপী গাড়ির বাজারে জনপ্রিয় এবং বিশ্বস্ত নাম টয়োটা মোটর কর্পোরেশন। ১৯৯৭ সালে প্রথমবারের মতো স্বল্প আয়ের মানুষদের জন্য ব্যক্তিগত গাড়ি উৎপাদন করে তারা। স্বল্পমূল্য গাড়ি বাজারজাতকরণে দীর্ঘদিন ধরে নেতৃত্বে আছে জাপানের প্রতিষ্ঠানটি। গাড়ি উৎপাদনে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলেও এখন পর্যন্ত বিদ্যুতচালিত গাড়ির লাইনআপ নেই প্রতিষ্ঠানটির। দেরিতে হলেও বৈদ্যুতিক গাড়ির বাজারে নাম লেখানোর উদ্যোগ নিয়েছে টয়োটা মোটর। বিদ্যুতচালিত হাইব্রিড গাড়ির বাজারেও নেতৃত্ব দিতে চায় প্রতিষ্ঠানটি। এর জন্য গাড়িতে অটোমেটিক লিথিয়াম আয়ন ব্যাটারি সংযুক্তির লক্ষে কাজ করছে তারা। এই লক্ষ্য পূরণে যান্ত্রিক সহযোগিতার জন্য বৈদ্যুতিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছে টয়োটা মোটর। ব্যয়বহুল এবং উন্নত ব্যাটারি বসানো হবে আমাদের নতুন গাড়িতে। বিদ্যুতচালিত গাড়ির বিষয়ে নতুন ধারণা দিতে প্যানাসনিকের সঙ্গে কাজ করছি আমরা। গ্রাহকদের একেবারেই নতুন অভিজ্ঞতা দেব। গাড়ি উৎপাদন প্রক্রিয়া আরও উন্নত করতে টয়োটাকে সহযোগিতা করব। বিদ্যুতচালিত গাড়ির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ব্যাটারি। এটি দুই পক্ষের ব্যবসায় উন্নয়নের পাশাপাশি টেকসই সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে বিদ্যুতচালিত গাড়ি উৎপাদন প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে বিশ্বের বেশ কয়েকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। সবার আগে বিদ্যুতচালিত গাড়ি বাজারে ছাড়ার প্রতিযোগিতায় রয়েছে ভক্সওয়াগন, টেসলা, নিশানসহ শীর্ষ গাড়ি নির্মাতারা। ইতোমধ্যে বিদ্যুতচালিত এবং স্বনিয়ন্ত্রত ট্রাক প্রদর্শনী অনুষ্ঠান করেছে টেসলা। ২০১৯ সালের মধ্যে বাজারজাতকরণ শুরু হবে ওই গাড়ির।
×