ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল

মোহামেডান-শেখ রাসেল ম্যাচে জেতেনি কেউ

প্রকাশিত: ০৫:৩৫, ২২ ডিসেম্বর ২০১৭

মোহামেডান-শেখ রাসেল ম্যাচে জেতেনি কেউ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে প্রথম সাক্ষাতে যা হয়েছিল ফিরতি সাক্ষাতেও তাই হয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব ০-০ গোলে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলেও কাক্সিক্ষত গোলের দেখা পায়নি কোন দলই। এই ড্রতে দুই দলের ঝুলিতে যোগ হলো একটি করে পয়েন্ট। তবে ২৫ পয়েন্ট নিয়ে আগের মতোই পঞ্চম স্থানেই থাকল স্বাধীনতার পর ১২ বারের লীগ চ্যাম্পিয়ন সাদা-কালোরা। অন্যদিকে ২৪ পয়েন্ট নিয়ে আগের মতোই ষষ্ঠ স্থানে রয়ে গেল একবারের লীগ চ্যাম্পিয়ন ও ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত শেখ রাসেল। ম্যাচের ৮ মিনিটে নাসিরুলের ক্রস বক্সে অনেকটা ফাঁকায় পেয়ে হেড নেন এনকোচা। কিন্তু ততটা জোরালো হেড নিতে পারেননি। অন্যদিকে সামনে এসে ব্লক সৃষ্টি করেন প্রতিপক্ষ ডিফেন্ডার মনি। ফলে গোলের প্রচেষ্টা ব্যর্থ হয় সাদা-কালোদের। ৩৪ মিনিটে ডানপ্রান্ত থেকে ফয়সাল মাহমুদের শট বক্সে লাফিয়ে উঠেও বলের নাগাল পাননি মোহামেডানের বেশ ক’জন খেলোয়াড়। ৫০ মিনিটে বক্সের সামনে থেকে ডান পায়ের কোনাকুনি শট নেন শেখ রাসেলের মিসরীয় ফরোয়ার্ড জ্যাকি সারহান। বল অল্পের জন্য জালে ঢোকেনি। ৫৭ মিনিটে বাঁপ্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন জ্যাকি সারহান। কিন্তু বক্সে বল ক্লিয়ার করেন মোহামেডানের মিন্টু শেখ। ৭৭ মিনিটে অগাস্টিন ওয়ালসনের কর্নার বক্সে লাফিয়ে উঠে স্যামসন ইলিয়াসু হেড নিলেও বল চলে যায় রাসেলের বারের ওপর দিয়ে। ৮৯ মিনিটে জ্যাকির হেড চলে যায় মাঠের বাইরে। ইনজুরি টাইমে অগাস্টিন ওয়ালসনের শট দক্ষতার সঙ্গে গ্রিপে নেন রাসেলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। শেষ পর্যন্ত শত চেষ্টাতেও কোন দলই আর গোল করতে পারেনি। ফলে ড্র করে, পয়েন্ট ভাগাভাগি করে এবং প্রথম লেগের পুনরাবৃত্তি করে মাঠ ছাড়ে দু’দল।
×