ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

হোয়াটসএ্যাপের নতুন ফিচার

প্রকাশিত: ০৫:২১, ২২ ডিসেম্বর ২০১৭

হোয়াটসএ্যাপের নতুন ফিচার

হোয়াটসএ্যাপ নিয়ে আসছে এমন এক ফিচার যার মাধ্যমে গ্রুপ ব্যবহারকারীরা গ্রুপের মধ্যে থেকেই গ্রুপের কোনও এক সদস্যকে গোপনে মেসেজ পাঠাতে পারবেন। গ্রুপের বাকি সদস্যরা তা দেখতে পাবেন না। তবে, এই সুবিধা ব্যবহার করতে পারবেন শুধু হোয়াটসএ্যাপের গ্রুপ এ্যাডমিনরাই। এছাড়া ব্লক করে রাখা কোন ব্যক্তির নামের ওপর একটা ট্যাপ করেই আনব্লক করা যাবে। -ম্যাশাবল ২৫ বছর পর ভ্রণে শিশু প্রায় ২৫ বছর ধরে হিমায়িত করে রাখা ভ্রণ থেকে একটি শিশুর জন্ম হয়েছে। আইভিএফ শুরু হওয়ার পর থেকে গর্ভধারণ ও শিশু জন্মের মধ্যবর্তী এই বিরতিটিই সম্ভবত সবচেয়ে দীর্ঘ। যুক্তরাষ্ট্রের একটি পরিবার ওই ভ্রণটি দান করেছিল। দীর্ঘ বিরতির পর ভ্রণটিকে গর্ভে ধারণ করে শিশু হিসেবে জন্ম দিয়েছেন যে নারী। ভ্রণটি নিষিক্ত হওয়ার কালে তিনি নিজেও শিশু ছিলেন। -বিবিসি অনলাইন
×