ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্র্রীমান ব্রহ্মচারীর জন্মজয়ন্তী উৎসব শুরু আজ

প্রকাশিত: ০৫:২০, ২২ ডিসেম্বর ২০১৭

শ্র্রীমান ব্রহ্মচারীর জন্মজয়ন্তী উৎসব শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ বরেণ্য দার্শনিক ও মানবতাবাদী-আচার্য ড. শ্রীমান মহানামব্রত ব্রহ্মচারিজীর ১১৪তম জয়ন্তী উৎসব শুরু হচ্ছে শুক্রবার থেকে। এ উপলক্ষে রাজধানীর হাটখোলা রোডের শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু মহাপ্রকাশ মঠে চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। আজ সকাল ১০টায় চন্দ্রপাত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পদাবলী কীর্তন, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সবশেষে আরতি কীর্তনের মধ্য দিয়ে প্রথম দিনের আয়োজন শেষ হবে। ২৩ ডিসেম্বর পদাবলী কীর্তন, কুইজ প্রতিযোগিতা, রামায়ন গান ও আরতি কীর্তন, ২৪ ডিসেম্বর পদাবলী কীর্তন ও আরতি কীর্তন। ২৫ ডিসেম্বর শেষ দিনে শৃঙ্গার আরতি, গুরু পূজা, পদাবলী কীর্তন, রামায়ণ গান, আলোচনা সভা, প্রদীপ প্রজ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতি কীর্তনের মধ্য দিয়ে চার দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
×