ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টু ক রো - খ ব র

প্রকাশিত: ০৪:০৯, ২২ ডিসেম্বর ২০১৭

টু ক রো - খ ব র

পুলিশকে জিম্মি ॥ গ্রেফতার ৭ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে এক পুলিশ সদস্যকে জিম্মি করে আপত্তিকর ছবি তুলে তা পত্রিকায় প্রকাশের ভয় দেখিয়ে ও হত্যার হুমকি দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মানবাধিকার ও সাংবাদিক পরিচয়ধারী দুই নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তাঁর কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার বাড়াইপাড়া এলাকার জাহাঙ্গীর আলম, শেরপুর সদরের সন্ন্যাসীচর এলাকার আইয়ুব আলী, জামালপুর জেলার মেলান্দহ থানার ঢালুয়াবাড়ি গ্রামের এরশাদ আলী, একই থানার ঝাউপাড়া টোক্কারচর গ্রামের রত্না বেগম, টাঙ্গাইলের ধনবাড়ি থানার বলিভদ্র গ্রামের মাসুদ রানা, বরিশালের গৌরনদী থানার হোসনাবাদ গ্রামের শামীম হোসেন ও গাইবান্ধা জেলার সাঘাটা থানার বোনারপাড়া গ্রামের রূপা বেগম। দফতরি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২১ ডিসেম্বর ॥ সপ্তম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির মামলায় দফতরিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে উত্তর ডুমুরিয়া সপ্রাবির দফতরি কাম নৈশপ্রহরী আঃ কদেরকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ১০ অক্টোবর গভীর রাতে স্কুলছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা আঃ কাদের ওই তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। স্থানীয়রা প্রায় দুমাস ধরে কোন প্রকার সমঝোতা করতে না পারায় মেয়েটির মা বুধবার আঃ কাদেরকে বিবাদী করে মামলা দায়ের করে। সাংবাদিকদের প্রতীকী অনশন নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২১ ডিসেম্বর ॥ জেলায় কর্মরত সব সাংবাদিকের জন্য হবিগঞ্জ প্রেসক্লাব উন্মুক্তকরণ, অসাংবাদিকদের বহিষ্কার ও যোগ্যদের মূল্যায়নসহ ৫ দফা দাবিতে টানা কর্মসূচীর অংশ হিসেবে এবার ‘প্রতীকী অনশন’ কর্মসূচী পালন করেছে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়। ওই দাবি আদায়ে আগামী ২৪ ডিসেম্বর আবারও প্রেসক্লাবের সামনে ‘অনশন কর্মসূচী’ পালনের ঘোষণা দিয়ে আন্দোলনরত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, নানা মিথ্যের বুলি উড়িয়ে সাংবাদিকদের কল্যাণে গড়ে উঠা নৈতিক আন্দোলনকে ধ্বংস করতে চাচ্ছে এক শ্রেণীর গুটি কয়েক সাংবাদিক নামধারী নেতা। আর এতে রয়েছেন, জামায়াত-ফ্রিডম পার্টিসহ মুক্তিযুদ্ধ চেতনা পরিপন্থী সমর্থক হিসেবে পরিচিত গুটি কয়েক পত্রিকার সাংবাদিক। যা কখনও প্রগতিশীল সাংবাদিকরা মেনে নিতে পারছেন না। এতে অংশ নেন, রফিকুল হাসান চৌধুরী তুহিন, আব্দুল হালীম, প্রদীপ দাশ সাগর, শাকিল চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, এসএ টিভি জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম প্রমুখ সাংবাদিক। যশোর জিলা স্কুলের ১৮০ বছর পূর্তি আজ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঐতিহ্যবাহী যশোর জিলা স্কুলের ১৮০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উৎসব আজ শুরু হচ্ছে। যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ও উদযাপন পরিষদের আহ্বায়ক এজেডএম সালেক জানান, ব্রিটিশ-ভারতের প্রাচীনতম বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী যশোর জিলা স্কুল প্রতিষ্ঠার ১৮০ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ ও কাল প্রাক্তন ছাত্র সমিতি দু’দিনব্যাপী পুনর্মিলনী উৎসবের আয়োজন করেছে। উদযাপন কর্মসূচীর মধ্যে থাকছে র‌্যালি, আলোচনা, স্মৃতিচারণ, শিক্ষক সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রান্ড কনর্সাট, ডিজে, ফায়ার ওয়ার্কাস, লেজার লাইট শো, আলোকসজ্জা, ওয়াটার ড্যান্স, ওয়াইফাই জোন, রক্তদানসহ আরও ব্যতিক্রমধর্মী নানা অনুষ্ঠান। হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২১ ডিসেম্বর ॥ রামগতির বয়ারচরের টাংকিবাজার ও সেন্টার বাজারে নোয়াখালীর হাতিয়ার মোহাম্মদ আলীর সন্ত্রাসীবাহিনীর অব্যাহত হামলা, লুট এবং ভাংচুর এবং অপহরণ করে মুক্তিপণ আদায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, স্থানীয় চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন, টাংকিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রব, স্থানীয় শেখ রাছেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন। লক্ষ্মীপুরে রামগতি উপজেলার বয়ারচর মৌজার এলাকাবাসীকে উচ্ছেদ করে বয়ারচর এলাকার পুরো ফসলি জমি দখলের জন্য মোহাম্মদ আলীর অস্ত্রধারী সন্ত্রাসীবাহিনী এ হামলা চালিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। হামলাকারীরা বুধবার রাতেও গ্রামবাসীর ১০টি গরু লুটে নিয়েছে। গত ১৫ দিনে অন্তত অর্ধশত বাড়ি লুট করেছে সন্ত্রাসীবাহিনী। ভাঙ্গনে প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের পীরপুর গ্রামে সুরমা নদীর ভাঙ্গনে প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে বাঁধের বেশ কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে গ্রামের শতাধিক বাড়িঘর ভাঙ্গনের কবলে নিশ্চিন্ন হয়ে গেছে। গ্রামবাসী জানান, প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় প্রতিনিয়ত ভাঙ্গন প্রক্রিয়া চলছে। তারা বিভিন্ন স্থানের ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত করে ঘরবাড়ি রক্ষার দাবি জানিয়েছেন। বিজয় মেলার নামে জুয়া স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় জুয়া হাউজি চক্র আবার সক্রিয় হতে শুরু করেছে। এবার বিজয় মেলার নামে অবৈধ জুয়া হাউজি, অশ্লীল নৃত্য, অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ উঠেছে। এই জুয়া হাউজি ও আসামাজিক কার্যকলাপের আসর বন্ধের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা ছাত্রলীগ শহরের সাতমাথায় মানববন্ধন ও জেলা প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। মানবন্ধনে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক ও বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও সিপিবি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়সহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের সফলতা ম্লান করে দিতে একটি চক্র অপকর্মে লিপ্ত। তারা বিজয় মেলার নামে জুয়া হাউজি চালিয়ে তরুণ যুবসমাজকে বিপথগামী করছে, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সচেতন সকলকে এগিয়ে আসতে হবে। বিজয় মেলার নাম দিয়ে জুয়ার আসর কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
×