ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীমা অতিক্রম করে ঋণ দেয়ায় ৬ ব্যাংককে কারণ দর্শানোর নোটিস

প্রকাশিত: ০৬:২৭, ২১ ডিসেম্বর ২০১৭

সীমা অতিক্রম করে ঋণ দেয়ায় ৬ ব্যাংককে কারণ দর্শানোর নোটিস

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঋণ আমানত অনুপাতের গ্রহণযোগ্য সীমা ছাড়িয়ে গেছে ১০ ব্যাংকের। বেপরোয়া ব্যাংকিং এর দায়ে ৬ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে এসব ব্যাংক, আমানতের ৮৫ ভাগেরও বেশি ঋণ দিয়েছে। এতে গোটা ব্যাংকখাতে হঠাৎ করেই বেড়েছে তারল্য চাহিদা। বাড়তে শুরু করেছে ঋণের সুদ হার। বিশ্লেষকরা মনে করেন, এমন বেপরোয়া ব্যাংকিং ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের আরও আগেই সচেতন হওয়া উচিত ছিল। বেসরকারী ফারমার্স ব্যাংক লিমিটেড। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির আমানতের প্রবৃদ্ধি ছিল ১৯ দশমিক ৩৩ শতাংশ। আর ঋণের প্রবৃদ্ধি ছিল ৩২ দশমিক ১৯ শতাংশ। ঋণ আমানতের এমন ব্যবধানের কারণে ব্যাংকটির ঋণ আমানত অনুপাত- এডিআর বেড়ে দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৭৪ ভাগ। অথচ কোনভাবেই এডিআর ৮৫ ভাগের বেশি গ্রহণযোগ্য নয়। এই অবস্থা আরও ৯টি ব্যাংকের। এর মধ্যে প্রিমিয়ার ব্যাংকের ৯০ দশমিক ৫৯ শতাংশ, সিটি ব্যাংকের ৯০ দশমিক ০২ ভাগ, এবি ব্যাংকের ৮৮ দশমিক ৫৬ ভাগ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৮৬ দশমিক ৯৬ ভাগ, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ৮৫ ভাগ ১০ ভাগ। এসব ব্যাংকের কারণে গত বছরের একই সময়ের ব্যাংক খাতের সার্বিক ঋণের প্রবৃদ্ধি বেড়ে ১৮ দশমিক ১১ ভাগ, অথচ আমানতের প্রবৃদ্ধি বেড়েছে ১০ দশমিক ৬৯ ভাগ। এর মধ্যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৬টি ব্যাংককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে দুটি ব্যাংকের হিসাব।
×