ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কচুয়ায় ল্যাপটপ বিতরণ

প্রকাশিত: ০৬:২৫, ২০ ডিসেম্বর ২০১৭

কচুয়ায় ল্যাপটপ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৯ ডিসেম্বর ॥ কচুয়ায় ১শ’ ৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিফতরের অর্থায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে ল্যাপটপ বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, চাঁদপুর জেলা পরিষদ সদস্য সালাউদ্দীন ভুঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম প্রমুখ। জলবায়ু মেলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৯ ডিসেম্বর ॥ গাইবান্ধা পৌর পার্কে মঙ্গলবার থেকে দু’দিনব্যাপী জলবায়ু মেলা শুরু হয়েছে। জাতীয় সংগীতের পর পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। এরপর আলোচনার শুরুতেই সুন্দরগঞ্জের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সিএসআরএল এর সহযোগিতায় এবং গাইবান্ধা জলবায়ু পরিষদ এই মেলার আয়োজন করে। ড. জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, পৌর এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান প্রমুখ।
×