ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

টিকেট চেকার লাগবে না

প্রকাশিত: ০৫:৪২, ২০ ডিসেম্বর ২০১৭

টিকেট চেকার লাগবে না

সংসদ রিপোর্টার ॥ বিনা টিকেটে রেল ভ্রমণকারীদের ধরতে আর টিকেট চেকারের প্রয়োজন পড়বে না। স্টেশনে নেমে বের হয়ে যাওয়ার সময় যন্ত্রই বলে দেবে কে বিনা টিকেটে এসেছে। এ লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ে বিনা টিকেটের যাত্রী প্রতিরোধ এবং প্রবেশ ও বহিরাগমন গেটগুলোতে টিকেট চেকিংয়ের জন্য ‘পয়েন্ট অব সেল মেশিন’ ক্রয়ের উদ্যোগ নিয়েছে। জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী এবং ইয়াসিন আলী অংশ নেন।
×