ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন সামান্য বেড়েছে

প্রকাশিত: ০৫:৪৫, ১৯ ডিসেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচক ও লেনদেন সামান্য বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে সামান্য। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। উভয় বাজারেই ব্যাংক খাতের কোম্পানিগুলোর লেনদেনের আধিপত্য দেখা গেছে। একইসঙ্গে ব্যাংকের দরও বেড়েছে দিনটিতে। গত কয়েকদিন ধরে অব্যাহতভাবে ব্যাংকের শেয়ারের দর কমার কারণে সার্বিকভাবে বেশকিছু ব্যাংকের দর কেনার মতো পর্যায়ে পৌঁছছে। ফলে এক শ্রেণীর বিনিয়োগকারীদের ব্যাংকের প্রতি আগ্রহ বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে আগের দিনের তুলনায় ১১৭ কোটি ২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ৩৩৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯, কমেছে ১৭৮ আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের উত্থানে লেনদেন শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৭৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো গ্রামীণফোন, আলিফ টেক্সটাইল, শাহজালাল ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউব, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, আমরা নেটওয়ার্ক, ব্র্যাক ব্যাংক ও লঙ্কা বাংলা ফাইনান্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ন্যাশনাল টিউব, এটলাস বাংলাদেশ, শাহজালাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন কেবল, উসমানিয়া গ্লাস, আইসিবি অগ্রণী মিউচুয়াল ফান্ড, ইন্টারন্যাশনাল লিজিং ও জেএমআই সিরিঞ্জ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো দুলামিয়া কটন, ইমাম বাটন, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, মডার্ন ডাইং, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং, বিডি ওয়েল্ডিং, সোনালী আঁশ, সমতা লেদার ও পিপলস লিজিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৭২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯, কমেছে ১২০ এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক, বিএসআরএম লিমিটেড, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ওয়ান ব্যাংক লিমিটেড, লঙ্কা বাংলা ফাইনান্স, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক।
×