ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চাঁদা না পেয়ে জমি দখল চেষ্টা ॥ গাছ কর্তন

প্রকাশিত: ০৬:১২, ১৮ ডিসেম্বর ২০১৭

চাঁদা না পেয়ে জমি দখল চেষ্টা ॥ গাছ কর্তন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৭ ডিসেম্বর ॥ সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামে এক প্রবাসীর জমি দখলের লক্ষ্যে দিনে-দুপুরে ওই জমিতে থাকা বিভিন্ন জাতের কয়েক লাখ টাকার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রহস্যজনক কারণে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শনিবার দুপুরে ওই এলাকায় কানাডা প্রবাসী মনিরুজ্জামান আলমের মালিকানাধীন জমিতে প্রবেশ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত ওই জমিতে থাকা কয়েক লাখ টাকা মূল্যের বেশ কয়েকটি বড় বড় গাছ কেটে ফেলে। জানা গেছে, চাঁদার টাকা না পেয়ে বেশ কিছুদিন ধরে মনিরুজ্জামানের মালিকানাধীন কোটি টাকা মূল্যের ১৬ দশমিক ২৫ শতাংশ জমি দখলের পাঁয়তারা করে আসছে ভূমিদস্যু চক্র। ভয়ভীতি প্রদর্শনসহ এ নিয়ে একাধিকবার ওই জমি দখলের চেষ্টা চালায় ওই চক্রটি। জমির মালিকানা নিয়ে আদালতে পৃথক ২টি মামলা দায়ের করলে জমির প্রকৃত মালিক হিসেবে মনিরুজ্জামানের পক্ষেই রায় প্রদান করে আদালত। এরই ধারাবাহিকতায় শনিবার দিনের বেলায় একদল সশস্ত্র দুবৃত্ত ওই জমিতে অনধিকার প্রবেশ করে বেশ কয়েকটি বড় বড় গাছ কেটে ফেলে। এ সময় অবিলম্বে ওই জমির মালিকানা ছেড়ে চলে যাওয়ার জন্য মনিরুজ্জামানকে হুমকি প্রদান করে সেখান থেকে চলে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র ওই জমিটি দখলে নেয়ার পাঁয়তারা চালিয়ে আসছে।
×