ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মহাকাশে অদ্ভুত আলো

প্রকাশিত: ০৪:০৭, ১৭ ডিসেম্বর ২০১৭

মহাকাশে অদ্ভুত আলো

নাসার ফুটেজে ধরা পড়েছে অদ্ভুত বিশালাকার এক মহাকাশযানের। যেটি থেকে ঠিকরে বেরিয়ে আসছে লাল আলো। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ধরা পড়েছে সেই ছবি। লাল আলো গিয়ে ঠেকেছে আকাশে। কিন্তু সেটি কি আদৌ এলিয়নদের অস্তিত্ব বোঝাচ্ছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য। তা নিয়ে চুলচেরা গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। -ইন্টারনেট অষ্টম গ্রহের সন্ধান কেপলারের অষ্টম গ্রহের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। নতুন গ্রহটি কেপলার-৯০ নক্ষত্রের কক্ষপথ প্রদক্ষিণ করছে। কেপলার-৯০ হলো এমন একটি নক্ষত্র যাকে আমাদের সূর্যের সঙ্গে তুলনা করা হয়। পৃথিবী থেকে ২৫৪৫ আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই নক্ষত্রটি। কেপলার-৯০ এর আওতায় নতুন গ্রহটি শনাক্ত করেছেন ক্রিস্টোফার শ্যালু ও এ্যান্ড্রু ভান্ডারবাগ নামের দুই গবেষক।-ইন্টারনেট
×