ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রীর তিন বছর কারাদন্ড

প্রকাশিত: ০৩:২৫, ১৭ ডিসেম্বর ২০১৭

ঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রীর তিন বছর কারাদন্ড

কয়লা খনির ব্লক বরাদ্দে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতের ঝাড়খন্ড- রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মধু কোড়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এনডিটিভি। শনিবার সিবিআইয়ের একটি বিশেষ আদালতের বিচারক ভরত পরাশর ওই দুর্নীতির মামলায় এ রায় ঘোষণা করেন। রায়ে কোড়ার ঘনিষ্ঠ সহযোগী বিজয় জোশি, সাবেক কয়লা সচিব এইচ সি গুপ্তা, ঝাড়খ-ের তৎকালীন প্রধান সচিব এ কে বসুকেও তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক। তিন বছর কারাদণ্ডের পাশাপাশি কোড়া ও জোশি উভয়ের বিরুদ্ধেই ২৫ লাখ রুপী করে জরিমানা আরোপ করেছে আদালত। অপরদিকে গুপ্তা ও বসুর এক লাখ রুপী করে জরিমানা হয়েছে। ১৩ ডিসেম্বর কোড়া, জোশি, গুপ্তা, বসু এবং বেসরকারী কোম্পানি ভিনি আয়রন এ্যান্ড স্টিল উদ্যোগ লিমিটেডকে (ভিআইএসইউএল) দুর্নীতি দমন আইনে অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল আদালত। ভিআইএসইউএলকে ৫০ লাখ রুপী জরিমানা করা হয়েছে। ভিআইএসইউএলকে ঝাড়খ-ের রাজহারা নর্থ কয়লা ব্লক বরাদ্দ সংক্রান্ত দুর্নীতি নিয়ে মামলাটি দায়ের করা হয়েছিল।
×