ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চসাকোহাসোর রিট

শ্রম আদালতের আদেশ স্থগিত ॥ রুল জারি

প্রকাশিত: ০৫:১২, ১৫ ডিসেম্বর ২০১৭

শ্রম আদালতের  আদেশ স্থগিত ॥  রুল জারি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিভাগীয় শ্রম আদালতে দায়ের করা একটি মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি মোহাম্মদ ফারুকের (এম. ফারুক) দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। চট্টগ্রামে শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় মালিক সমিতির নামে গড়ে তোলা ট্রেড ইউনিয়নের কার্যক্রমের তদন্ত এবং সিডিএ’র ইমারত বিধিমালা কার্যক্রম তদন্তের বিরুদ্ধে চট্টগ্রামের বিভাগীয় শ্রম আদালতে এই মামলা দায়ের করেন সুখময় চক্রবর্তী নামের একজন আইনজীবী। এ প্রেক্ষিতে শ্রম আদালত জেডিএল (জয়েন্ট ডাইরেক্টর অব লেবার) এবং সিডিএ’র তদন্ত কার্যক্রম স্থগিত করে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলে ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ (চসাকোহাসো)-এর সম্পাদক হাসান ফেরদৌস। আদালতে সমিতির পক্ষে মামলা পরিচালনা করেন সাবেক বিচারপতি ও আইনবিদ ফয়সাল মাহমুদ ফয়জী। তাকে সহায়তা করেন এ্যাডভোকেট আব্দুস সালাম এবং এ্যাডভোকেট সরকার মোঃ আল আমীন।
×