ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

দেশজুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়

প্রকাশিত: ০৪:২৮, ১৫ ডিসেম্বর ২০১৭

অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়

জনকণ্ঠ ডেস্ক ॥ বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সারাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়। কর্মসূচীর মধ্যে ছিল শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, স্মৃতিচারণ, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো চট্টগ্রাম চট্টগ্রামে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং নানা আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বৃহস্পতিবার ভোরেই শহীদ মিনারে দেখা যায় অসংখ্য মানুষের ভিড়। মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন দল এবং প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় বীর শহীদদের প্রতি। উপস্থিতি ছিল অনেক শিশু-কিশোরেরও। দিনটি পালিত হয় শোক দিবস হিসেবে। অর্ধনমিত থাকে জাতীয় পতাকা। বিভিন্ন স্থানে আয়োজিত আলোচনা সভা থেকে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘর আসর, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ব্যানারে পুষ্প নিবেদনকালে ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন, মাহতাব উদ্দিন চৌধুরী, নাঈম উদ্দিন চৌধুরী, এ্যাডভোকেট সুনীল সরকার, খোরশেদ আলম সুজন, এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, চউক চেয়ারম্যান আবদুচ ছালাম, ইফতেখার সাইমুল চৌধুরীসহ নেতৃবৃন্দ। অপরদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিল ব্যাপক আয়োজন। কর্মসূচীর মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন, শোক র‌্যালি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এছাড়াও একে একে শ্রদ্ধা নিবেদিত হয় চবি শিক্ষক সমিতি, অনুষদসমূহের ডিন, হলসমূহের প্রভোস্ট এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের পক্ষ থেকে। রাজশাহী বৃহস্পতিবার জেলা ও মহানগর আওয়ামী লীগ পৃথকভাবে দিবসটি পালন করে। আয়োজন করা হয় আলোচনা সভার। সেখানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। এর আগে দিবসের প্রথম প্রহরে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে মোমবাতি প্রজ¦ালন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ অন্য নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে নগরীতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মাইকে প্রচার করা হয়। এছাড়া প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র। উপজেলা পর্যায়েও দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। যশোর যশোর শহরের শংকরপুর বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী সৌধে বৃহস্পতিবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর দোয়া অনুষ্ঠানসহ নানা কর্মসূচীর মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। কর্মসূচীর শুরুতে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মুখে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ করা হয়। পরে যশোর শহরের শংকরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে আরও পুষ্পার্ঘ্য অর্পণ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এ্যাসোসিয়েশন, কর্মচারী এ্যাসোসিয়েশন, যবিপ্রবি শাখা ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদ, ফিশারিজ ও মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, ভারপ্রাপ্ত প্রক্টর রশিদুর রহমান প্রমুখ। পরে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের ররুহর মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। খুলনা বৃহস্পতিবার জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, স্মৃতিচারণ, চিত্রপ্রদর্শনী ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিন উল আহসান। দিবসটির তাৎপর্য তুলে ধরে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সিএ হালিম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবার রহমান এবং প্রফেসর আনোয়ারুল কাদির। মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, খুলনা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গল্লামারী বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও নিজ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়। নীলফামারী বৃহ¯পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিটি নিরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি ঘিরে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণে আলোচনা সভায় কোন শব্দযন্ত্র ব্যবহার করা হয়নি। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট জোনাব আলী, স্থানীয় সরকারের উপ পরিচালক মোতালেব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহীনুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবর রহমান, পুলিশ সুপার জাকির হোসেন খাঁন, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, সমিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল। ভোলা বৃহস্পতিবার সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে দিবসটি পালন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক সেলিম উদ্দিন প্রথম পুষ্পমাল্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর পর ভোলা পুলিশ প্রশাসন, ভোলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া ভোলার যুগীরঘোলে বধ্যভূমিতেও পৃথকভাবে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে শহীদদের আত্মার জন্য মোনাজাত করে দোয়া করা হয়। নেত্রকোনা বৃহস্পতিবার নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিএনএল রিডার্স ফোরাম শোক র‌্যালি, কালো ব্যাজ ধারণ, শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে। বেলা ১১টায় শহরের তেরিবাজার মোড় এলাকায় সেক্টর কমান্ডার্স ফোরামের কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেক্টর কমান্ডার্স ফোরামের কার্যালয়ে সুস্থির সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্য, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা আইয়োব আলী প্রমুখ। আলোচনা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ভোরে দলীয় কার্যালয়ে নানা কর্মসূচী আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের উদ্যোগে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী এবং উদীচীর আলোর মিছিল ও জাগরণের গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১২টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি সাযযাদ আনসারী। জামালপুরের ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোঃ রেজাউল করিম হীরা। ঠাকুরগাঁও বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলা সমাজ সেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালা। পরে জেলা বৃদ্ধাশ্রম তহবিলের অর্থায়নে ১৩ অসহায় দুস্থ বৃদ্ধের প্রত্যেককে ৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাজাহান খান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার, সহসভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সাবেক ছাত্র নেতা ইসাহাক আলী খান পান্না, জিয়াউল আহসান গাজী, মতিউর রহমান সরদার, খান মোঃ আলাউদ্দিন, আঃ রাজ্জাক খান বাদশা, শহীদুল ইসলাম পান্না, জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার ও রেজাউল ইসলাম মন্টু। শহীদ বুদ্ধিজীবী দিবসে বৃহস্পতিবার সকালে শহরের বলেশ্বর ঘাট শহীদ বেদিতে পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে। খাগড়াছড়ি খাগড়াছড়িতে শোক র‌্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন। বৃহস্পতিবার সকালে দলটির উদ্যোগে জেলা শহরের কদমতলী এলাকা থেকে একটি র‌্যালি বের করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রন বিক্রম ত্রিপুরা। এ সময় জেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জয়পুরহাট সকাল ৯টায় উত্তরঙ্গের বৃহত্তম বধ্যভূমি পাগলা দেওয়ানের স্মৃতিসৌধে জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীদের পরিচালনায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর স্মৃতিসৌধ বেদিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ, জাতীয় রবীন্দ্রসঙ্গিত সম্মিলন পরিষদ, জয়পুরহাট সরকারী ডিগ্রী কলেজ ও স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর জেলা প্রশাসক মোকাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এমপি সামছুল আলম দুদু, পুলিশ সুপার রশিদুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, রবীন্দ্রসঙ্গিত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল হক বাবুল প্রমুখ। লালমনিরহাট বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি এ্যাডভোকেট সফুরা বেগম রুমী। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, ক্যাপ্টেন (অব) আজিজুল হক বীর প্রতীক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কামান্ডার মেজবাহ উদ্দিন প্রমুখ। এর আগে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নওগাঁ সকালে আওয়ামী লীগ, জেলা প্রশাসন, সরকারী কলেজসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করে। সকালে জেলা আওয়ামী লীগ পতাকা উত্তোলন, শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক এমপি। বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান। অপরদিকে নওগাঁ সরকারী কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এএইচএমএ ছালেক। পরে ছাত্রছাত্রীদের মাঝে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কক্সবাজার বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ১৯৭১ সালের আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৪ ডিসেম্বর এক কালো অধ্যায়। এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসরদের প্রত্যক্ষ সহযোগিতায় পরিকল্পিতভাবে বাঙালী জাগরণের এদেশের সূর্য-সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহিদুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, সহকারী সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন মোঃ আলমগীর উপস্থিত ছিলেন। মাদারীপুর মাদারীপুরের শিবচরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একটি শোক র‌্যালি নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম, মুক্তিযুদ্ধকালীন মাদারীপুর ২নং এরিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন খান, শিবচর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তোতা খান প্রমুখ উপস্থিত ছিলেন। নাটোর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কান্দিভিটায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা। অপরদিকে বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবীদের জীবনীর ওপর আলোকপাত করে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে সর্বস্তরের মানুষ বিনম্র শ্রদ্ধা জানিয়েছে। ফুলেল শ্রদ্ধা, চিত্রাঙ্কন প্রতিযোতিা ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার শহরের হরগঙ্গা কলেজের পাশেই বধ্যভূমির স্মৃতিস্তমে সর্বস্তরের মানুষেল ঢল নামে। কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সন্ধ্যায় জেলা প্রশাসন আয়োজন করে আলোচনা সভা। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাটক, আবৃতি, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান চলে রাত পর্যন্ত। বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা জানান জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, সংসদ সদস্য এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ ড. মীর মাহফুজুল হক, পিপিআই রেডিন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মেজর গাজী তাওহিদুজ্জামান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামানসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ ছাড়াও মুন্সীগঞ্জ পৌরসভা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, দৈনিক সভ্যতার আলো, আইনজীবী সমিতি, কৃষি বিভাগ, গণপূর্ত, যুব উন্নয়ন অধিদফতর, উপজেলা পরিষদ, লেডিস ক্লাব, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। গাইবান্ধা গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক জহুরুল কাইয়ুম। আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, আবু বকর সিদ্দিক, শাহ শরিফুল ইসলাম বাবলু, মেরিনা জান্নাত প্রমুখ। চাঁদপুর বৃহস্পতিবার চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুস সবুর ম-ল। প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, মুক্তিযুদ্ধের সংগঠক জীবন কানাই চক্রবর্তী, বিএলএফ কমান্ডার মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, শহীদ উল্যাহ মাস্টার ও মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার। শেরপুর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খালেদ বিন নূর, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ আফিয়া আক্তার, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাছরিন বেগম ফাতেমা প্রমুখ। বরিশাল বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছেন মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, ওয়ার্কার্স পার্টি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সকাল সাড়ে আটটায় শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ, সকাল নয়টায় শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষে পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেন। দিনাজপুর দিনাজপুরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শ্রদ্ধাভরে পালন করেছে শহীদ বুদ্ধিজীবী দিবস। জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সহ-সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় অংশ নেন সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, বজলুল হক, মোঃ আলাউদ্দীন, শরিফুল আহসান লাল, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে সকালে ক্লাব মিলনায়তনের আলোচনা সভায় বক্তব্য রাখেন গোলাম নবী দুলাল, কামরুল হুদা হেলাল প্রমুখ। এর আগে প্রেসক্লাবের নেতৃবৃন্দ চেহেলগাজী মাজার প্রাঙ্গণে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু আবুল কাসেমের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। হবিগঞ্জ নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারী-কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক নের্তৃবৃন্দসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষের উপস্থিতিতে হবিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুর জাহিদ পাভেলের সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির। এসময় বক্তব্য রাখেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল কদ্দুছ সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব শফিউল আলম, সদর ইউএনও এটিএম আজহারুল ইসলাম প্রমুখ। গোপালগঞ্জ গোপালগঞ্জে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ উপজেলা পরিষদ-সংলগ্ন জয়বাংলা পুকুরপাড়ে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে জেলা পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, গোপালগঞ্জ জেলা প্রেসক্লাব, জেলা উদীচী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। ফরিদপুর বৃহস্পতিবার সকালে শহরের শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন গণকবরে স্থানীয় সরকার মন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, ডা. এম এ জলিল, আব্দুর রাজ্জাক মোল্যা প্রমুখ। ঝিনাইদহ বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশীদ আসকারী, ঝিনাইদহ সরকারী কেসি কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু, ইবির প্রক্টর প্রফেসর ড. মাহবুব প্রমুখ। মাগুরা মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মাগুরা শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন করা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মোমবাতি প্রজ্বলন করেন। এরপর আছাদুজামান মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া কলাপাড়া, কচুয়া, আমতলী, বেলকুচি, দুর্গাপুরে অনুরূপ কর্মসূচী পালন করা হয়।
×