ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেঞ্চুগঞ্জে বিদ্যুত কেন্দ্রে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত: ০৬:২৯, ১৩ ডিসেম্বর ২০১৭

ফেঞ্চুগঞ্জে বিদ্যুত কেন্দ্রে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ফেঞ্চুগঞ্জে বিদ্যুত কেন্দ্রে অগ্নিকা-ের ঘটনায় প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্তে ঢাকার বিদ্যুত বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী (সঞ্চালন-১) এমদাদুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন। গত সোমবার বেলা ১১টায় ফেঞ্চুগঞ্জ পালবাড়িতে বিদ্যুতের গ্রিড লাইনে ৩০০ এমপিএ (১৩২/২৩০) ট্রান্সফর্মারে শর্টসার্কিট থেকে আগুন লাগে। এই সময় গ্রিড লাইন বন্ধ করে দেয়া হয়। সংশ্লিষ্টরা জানান, আগুন লাগার ঘটনায় অন্তত ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু ট্রান্সফর্মারের মূল্যই প্রায় ১২ কোটি টাকা। এটি দেশের বাইরে থেকে আনতে খরচ হয়েছে কমপক্ষে আরও ৬ কোটি টাকা। বি’বাড়িয়ায় মাদকসহ পাঁচ ছাত্রলীগ নেতাকর্মী আটক স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কসবায় মাদকসহ ছাত্রলীগের পাঁচনেতা কর্মীকে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের দৌলতপুর ও পাতাবাজার সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটকের পর রাত প্রায় ২টায় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আজিমুর রেজা ও দ্বিন মোহাম্মদ স্বপন রয়েছেন। অন্যারা হলো মোঃ মেহেদী হাসান, শুভ সরকার, আজিজুর রেজা লিমন।
×