ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

মেঘনায় অবৈধ ড্রেজিং বন্ধ করতে হবে ॥ ত্রাণমন্ত্রী

প্রকাশিত: ০৪:২২, ১১ ডিসেম্বর ২০১৭

মেঘনায় অবৈধ ড্রেজিং বন্ধ করতে হবে ॥ ত্রাণমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১০ ডিসেম্বর ॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, মতলব উত্তর ও হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করা হচ্ছে। এসব অবৈধ ড্রেজিং বন্ধ করতে প্রশাসনসহ সকলকে এগিয়ে আসতে হবে। সরকার নদী রক্ষায় কয়েক শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু একটি স্বার্থান্বেসী মহল নিজেদের পকেট ভারি করার জন্য ভুয়া কাগজপত্র দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নৌ-পুলিশ নদীর জন্য। কিন্তু আমার কাছে অভিযোগ আছে, তারা ডাঙ্গায় বসে থাকে। তাদেরকে বলব, ড্রেজার জব্দ না করে মালিকদের আটক করেন। রবিবার দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বৃষ্টির কারণ চাঁদপুরের সড়কগুলোর বেহাল দশা। অতি দ্রুত এগুলোকে মেরামত করে জনগণের ভোগান্তি কমিয়ে আনতে হবে। চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদ চেয়াারম্যান ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ প্রমুখ।
×