ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চবিতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ০৪:২২, ১১ ডিসেম্বর ২০১৭

চবিতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের উন্নয়নে প্রয়োজন সংবাদ পরিবেশনে ইতিবাচক ভূমিকা, যা অত্যন্ত প্রত্যাশিত। তথ্য প্রযুক্তির এ যুগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াগুলো অনেক বড় ভূমিকা রাখতে পারে। আর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগ এবং এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় কথাগুলো বলেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চবি সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাাচর্য প্রফেসর ড. শিরীন আক্তার এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদউদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর হায়াত হোসেন। উপাচার্য সাংবাদিকতা বিভাগ এবং এলামনাই এসোসিয়েশন প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং বিভাগের সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাশ ও বিভাগের এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হামিদ উল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, সহকারী অধ্যাপক সায়মা আলম ও বিভাগের এলামনাই এসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল।
×