ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে

প্রকাশিত: ০৬:০১, ১০ ডিসেম্বর ২০১৭

সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে

রন্ধনশিল্পী প্রতিযোগিতায় সেরা হয়েছেন ঢাকা বিভাগের প্রতিযোগী নাহিদ সুলতানা। প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার আপ ট্রফি লাভ করেছেন রংপুর বিভাগের হুমায়রা বিনতে শাফি এবং সায়মা হাসান । দেশের অন্যতম জনপ্রিয় রন্ধনশিল্প প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাটি গ্র্যান্ড ফিনালে শুক্রবার এটিএন বাংলায় সম্প্রচার হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাধনমন্ত্রীর মিডিয়া বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতার উজজামান খান কবির, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী ড. মো. নাসির উদ্দিন, বাংলাদেশ এডিবল অয়েল লিমিডের বিপণন ব্যবস্থাপক ফয়সাল মাহমুদ এবং দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি
×