ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিনিয়োগকারীদের আত্ম সুরক্ষা জরুরী

প্রকাশিত: ০৫:৫০, ১০ ডিসেম্বর ২০১৭

বিনিয়োগকারীদের আত্ম সুরক্ষা জরুরী

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন, বিনিয়োগকারীদের জন্য আত্ম সুরক্ষা জরুরী। কারণ নিজের বিনিয়োগে নিজেকেই সুরক্ষা দিতে হবে। লোভে পড়ে বা কারও প্রলোভনে পুঁজিবাজারে বিনিয়োগ ভাল মুনাফা দিতে পারে না। সেই কারণে বিনিয়োগের আগে অবশ্যই বিনিয়োগকারীদের কোম্পানির মৌলভিত্তি দেখে নেয়া উচিত। একইসঙ্গে দীর্ঘমেয়াদে বিনিয়োগ তাদের অনাকাক্সিক্ষত লোকসান থেকে সুরক্ষা দিতে পারে। শনিবার ঢাকা স্টক একচেঞ্জের মেম্বারস ক্লাবে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম উপলক্ষে আনোয়ার সিকিউরিটিজ আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ার সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আজম খানের সভাপিতত্বে এই কর্মশালায় আরও বক্তব্য রাখেন ঢাকা স্টক একচেঞ্জের মহাব্যবস্থাপক সামিউল ইসলাম ও বিনিয়োগ শিক্ষা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ডিএসইর কর্মকর্তা রনি ইসলাম। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিকিউরিটিজটির মহাব্যবস্থাপক সমীর কুমার সাহা। আবু আহমেদ বলেন, বাংলাদেশের বাজারে এক শ্রেণীর প্রতারক উদ্যেক্তা রয়েছে। বিনিয়োগকারীদের ওই সব উদ্যোক্তার কোম্পানি সম্পর্কে সতর্ক থাকতে হবে। ওই সব কোম্পানিতে বিনিয়োগ না করে সুনামধন্য কোম্পানিতে বিনিয়োগের পরামর্শ দেন তিনি। তিনি বলেন, অনেক উদ্যোক্তা বাজারে শেয়ার বিক্রি করার জন্য বিভিন্ন জালিয়াতির আশ্রয় নিয়ে থাকেন। তাদের থেকে দূরে থাকতে হবে। এছাড়া কোম্পানি টানা বাড়ছে দেখে ভাল-মন্দ বিচার না করে শেয়ার কেনা থেকে বিরত থাকতে হবে। এতে লাভ কম হলেও ক্ষতি হবে না। অধ্যাপক আবু আহমেদ বলেন, অতীতে জমিকে সেরা বিনিয়োগ হিসেবে দেখা হতো। কিন্তু এখন সেই ধারণা থেকে অনেকেই বের হয়ে এসেছে। সিকিউরিটিজকেই এখন সেরা বিনিয়োগ হিসেবে দেখছেন সবাই। কারণ দ্রুত এই বিনিয়োগকে তারল্য পরিণত করা যায়। শেয়ার বিক্রি করে তিন দিনেই টাকায় পরিণত করা যায়। তবে সেটি করতে হবে খুবই বুঝে শুনে। তিনি আরও বলেন, বাজারে গভীরতা বাড়াতে হলে কমোডিটি মার্কেট আনতে হবে। তাহলেও বিনিয়োগকারীদের ঝুঁকির মাত্রা কমে যাবে। তিনি বলেন, শেয়ারবাজারে এখন দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য ২৫-৩০টি কোম্পানি রয়েছে। বাকি শেয়ারগুলো হলো স্বল্প মেয়াদে বিনিয়োগের জন্য। তবে এই স্বল্প মেয়াদে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের কোম্পানির প্রোফাইল দেখা উচিত। বিশেষ করে কোম্পানির ইপিএস বিবেচনায় রাখা উচিত। এছাড়া সংশ্লিষ্ট কোম্পানির পরিচালক, প্রাতিষ্ঠানিক, বিদেশী ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারধারণের তথ্য খেয়াল রাখতে হবে। মূলত বিনিয়োগকারীদের নিজের বিনিয়োগের সুরক্ষা নিজেদেরই দিতে হবে। আনোয়ার সিকিউরিজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আজম খান বলেন, মুনাফা করতে হবে বিনিয়োগকারীদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। ভাল কোম্পানিতে বুঝে শুনে বিনিয়োগে কোন লোকসান নেই। কারও কথায় বিনিয়োগ করতে নেই। কারণ ঝুঁকি নেয়ার ক্ষমতা সবার এক রকম নয়। ক্ষুদ্র ও বড় সব ধরনের বিনিয়োগকারীকেই নিজের টাকা সর্বোচ্চ ব্যবহার করতে হবে। একইসঙ্গে মুনাফার অংশটি বাজার থেকে সরিয়ে নিয়ে পৃথক বিনিয়োগে আসতে পারে। এছাড়া দীর্ঘমেয়াদে বিনিয়োগ তাদের নিয়মিত লেনদেনের চেয়ে বেশি মুনাফা দিতে পারে। এই সময় বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের প্রাথমিক ধারণা তুলে ধরেন ডিএসইর ব্যবস্থাপক সামিউল ইসলাম। তিনি দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম উপলক্ষে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিবরণ দেন। একইসঙ্গে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরামর্শও দেন তিনি। শুরুতে বিনিয়োগ শিক্ষার প্রয়োজনীতা বর্ণনা করেন ডিএসইর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রনি ইসলাম।
×