ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রোবটের রাস্তা

প্রকাশিত: ০৫:১১, ১০ ডিসেম্বর ২০১৭

রোবটের রাস্তা

সরবরাহ কাজে ব্যবহৃত রোবট শহরের কোথায় কোথায় যেতে পারবে তা সীমাবদ্ধ করে দেয়ার প্রস্তাবে সমর্থন দিয়েছেন সানফ্রান্সিসকোর কর্মকর্তারা। মাত্রই বেড়ে উঠতে থাকা এই খাতের স্টার্টআপগুলোকে এখন এ ধরনের রোবট ব্যবহারে অনুমতি নিতে হবে। সেই সঙ্গে এর ব্যবহার শুধু শহরের লোকসংখ্যা কম এমন অঞ্চলে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে রোবটের ব্যবহার সীমাবদ্ধ করার সমর্থকরা পথচারী, বিশেষত বয়স্ক ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পথচারীর নিরাপত্তা নিয়ে প্রচার চালানো ‘ওয়াক সানফ্রান্সিসকো দলটি আরও একধাপ এগিয়ে। এসব রোবটের পুরোপুরি নিষেধাজ্ঞাই চেয়ে বসেছে তারা। শহরটিতে ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান ছোট ছোট রোবট দিয়ে খাবার ও অন্যান্য পণ্য সরবরাহের পরীক্ষা চালানো শুরু করেছে। পথনির্দেশনা দিতে এসব রোবটে স্বচালিত গাড়ির মতোই সেন্সর আর লেজার ব্যবহার করা হয়। চলতি বছরের শুরুতে সানফ্রান্সিসকোতে পরীক্ষা চালানো শুরু করেছে রোবট নির্মাতা প্রতিষ্ঠান মার্বেল। নিজেদের রোবটগুলোকে তারা ‘বন্ধুত্বপরায়ণ’ প্রতিবেশীর মতো রোবট হিসেবে আখ্যা দিয়েছে। এছাড়াও স্টারশিপ আর পোস্টমেইটস-এর প্রতিষ্ঠানগুলোও রোবট দিয়ে পণ্য সরবরাহের রাস্তা উন্মুক্ত হওয়ার জন্য আগ্রহসহ অপেক্ষা করছে। এসব রোবটের ওপর নিষেধাজ্ঞা নিয়ে মূল প্রস্তাবনা দিয়েছিলেন সানফ্রান্সিসকো শহরের সুপারভাইজর নরম্যান। এর আগে তিনি বলেছিলেন, শহরের রাস্তা মানুষের জন্য, রোবটের জন্য নয়। অন্যদিকে সানফ্রান্সিসকো চেম্বার অব কমার্স এসব রোবটের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষে অবস্থান নিয়েছে। শহরের এই বাণিজ্য সংস্থাটির দাবি, নিষেধাজ্ঞার ফলে এ খাতে ভবিষ্যত উদ্ভাবনে বড় ধরনের বাধার সৃষ্টি হতে পারে। -বিবিসি
×