ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জিয়া পরিবারের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ বানোয়াট ॥ ফখরুল

প্রকাশিত: ০৪:৫৭, ৯ ডিসেম্বর ২০১৭

জিয়া পরিবারের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ বানোয়াট ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে বিদেশে অর্থ পাচার ও সম্পদ থাকার অভিযোগ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার না করলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কী আইনি ব্যবস্থার কথা বিএনপি ভাবছে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আইনি ব্যবস্থা বলতে যা বোঝায় তাই বুঝিয়েছি। আমরা বলেছি প্রধানমন্ত্রীকে ক্ষমা প্রার্থনা করতে এবং বক্তব্য প্রত্যাহার করতে হবে। তা যদি না করেন তাহলে আইনের যে বিধান আছে, সে বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। বিএনপি মহাসচিব বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা খালেদা জিয়া ও তার পরিবারের ভাবমূর্তি বিনষ্ট ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই অপপ্রচার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্য বেআইনি ও শাস্তিযোগ্য। খালেদা জিয়ার বিরুদ্ধে কল্পিত পাচারকৃত সম্পদের বর্ণনা এবং কল্পিত সংবাদ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন, যা বিদেশী কোন গণমাধ্যমেও প্রকাশিত হয়নি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, কাচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছুড়বেন না। আপনি বেআইনি, মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচার বন্ধ করুন। আপনি খালেদা জিয়া ও জাতির কাছে ক্ষমা না চাইলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়ে নিন্দা জানিয়ে মির্জা ফখরুল প্যালেস্টাইনের ন্যায্য দাবি মেনে নেয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ। সরকারকে বিএনপির সঙ্গে আলোচনায় বাধ্য করা হবে-মওদুদ ॥ বর্তমান সরকার আবারও ২০১৪ সালের মতো একটি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, এ ধরনের নির্বাচন আর করতে দেয়া হবে না। আন্দোলনের মাধ্যমে সরকারকে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করা হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মওদুদ বলেন, সরকার বিচার বিভাগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে এটা নিয়েই সরকারের দ্বন্দ্ব ছিল। তবে অবশেষে বিচারপতি এস কে সিনহার সেই কথাই সঠিক হয়েছে। বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পানিতে ডুবিয়ে দেয়া হয়েছে। নিম্ন আদালত তো সরকার পুরোপুরিভাবেই নিয়ন্ত্রণ করছে। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা দেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে মওদুদ বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে আমাদের সরকার যে সামান্য প্রতিবাদ জানিয়েছে সেটা যথেষ্ট নয়। আমি মনে করি সরকারকে আরও কঠোর হতে হবে। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনিদের সঙ্গে যে শান্তিচুক্তি করা হয়েছিল তা ধ্বংস করা হয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন প্রমুখ।
×