ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দীর্ঘতম জিপ লাইন...

প্রকাশিত: ০২:৩১, ৯ ডিসেম্বর ২০১৭

দীর্ঘতম জিপ লাইন...

দুবাই শহরে দুটি বিশ্বের সবচেয়ে উচ্চতম স্কাইস্ক্র্যাপারের মধ্যে জিপ লাইন চালু হয়েছে। এক কিলোমিটার দীর্ঘ এ লাইন দুটি ভূমি থেকে এক শ’ ৭০ মিটার উঁচুতে তৈরি। জিপ লাইনে ঝুলে ৮০ কিলোমিটার বেগে চলাচল করা যাবে। টিকিটের দাম ২৬০ ডলার (১৩২ পাউন্ড)। দুবাই শহরের মারিনা টাওয়ার থেকে মারিনা মলে চলাচল করতে এই জিপ লাইন দুটি তৈরি করা হয়েছে।- ডেইলি মেইল চোখাচোখিতে সুন্দর সম্পর্ক... কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট ভিক্টোরিয়া লিয়ঙ্গ জানিয়েছেন, শিশুর সঙ্গে মায়ের চোখাচোখিতে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী জীবনেও তারা সেই সম্পর্ক ধরে রাখে। কারণ যখন দুজন মানুষের ব্রেন এ্যাক্টিভিটি সিঙ্ক করে তখন সুসম্পর্ক গড়ে ওঠে। একই সঙ্গে কাজ করার প্রবণতাও অনেক উন্নত হয়। যা মানুষের ব্যক্তিগত ও পেশাজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। -ইন্টারনেট
×