ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিশুকে বাঁচাল কুকুর...

প্রকাশিত: ০৩:৫৯, ৭ ডিসেম্বর ২০১৭

শিশুকে বাঁচাল কুকুর...

যুক্তরাষ্ট্রের আরাকানসাসে একটি বাড়ির দোতলায় তিন ও ছয় বছরের দুটি শিশুকে বাঁচাল এক বুলডগ। শিশু দুটি যখন ঘুমাচ্ছিল তখন রেন্ডল জেমস নামের এক চোর চুরি করতে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। বাড়ির পোষা কুকুর বুলডগ চোরটির পুরুষাঙ্গ কামড়ে ছিঁড়ে ফেলে। এমনকি তা গিলেও ফেলে কুকুরটি। -জি নিউজ বানরের উপাধি লাভ! ইন্দোনেশিয়ার এক বানরকে মার্কিন প্রাণী সংরক্ষণবাদী গোষ্ঠী দ্য পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব এনিমেলস (পেটা) ‘পারসন অব দ্য ইয়ার’ উপাধিতে ভূষিত করেছে। নারুতো নামে পরিচিত বানরটি কালো ম্যাকাও প্রজাতির। ব্রিটিশ ন্যাচার ফটোগ্রাফার ডেভিড স্লেটার সুলাওয়েসি দ্বীপে বানরটির ছবি তুলে পেটার ওয়েবসাইটে দিলে দ্রুতই তা ভাইরাল হয়ে যায়। ছবিটির জন্য লেখক ও মালিক হিসেবে নারুতোকে দাবি করে পেটা। পরে তাকে সম্মান জানিয়ে উপাধিটি দেয়া হয়। -এএফপি
×