ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দোয়া মাহফিলে বাধা দেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৫:২১, ৬ ডিসেম্বর ২০১৭

দোয়া মাহফিলে বাধা দেয়ার অভিযোগ

টিএ্যান্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়নের (সিবিএ) সাবেক নেতা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কে এম জাকির হোসেনের মৃত্যুপরবর্তী দোয়া ও মিলাদ মাহফিলে প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার শেরে বাংলানগর টেলিফোন এক্সচেঞ্জ মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সিবিএ নেতারা অভিযোগ করেন, বিটিসিএল-এর স্বাধীনতাবিরোধী প্রশাসন এই মিলাদ মাহফিলে বাধা দেয়ার চেষ্টা করে। মিলাদে যাতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের পক্ষের নেতাকর্মীরা উপস্থিত না হয় সেই লক্ষ্যে ভয়-ভীতির সৃষ্টি করা হয়। এমনকি ডিটিআর পশ্চিম ও দক্ষিণ-এর গুরুত্বপূর্ণ নেতা জাকির হোসেন ও নজরুল ইসলামকে ঢাকার বাইরে বদলি করা হয়। কর্মচারীদের ব্যাপক উপস্থিতিতে অবশ্য মিলাদ মাহফিল ভুন্ডল করতে পারেনি। মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন সিবিএ’র কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহ্নেয়াজ, সুলতানা আনোয়ারা, এস.এম. এ মুকিত (হিরু), ফারুক আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।
×