ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফার কেমিক্যালের ব্যবসায় নেতিবাচক প্রভাব

প্রকাশিত: ০৫:৫৩, ৫ ডিসেম্বর ২০১৭

ফার কেমিক্যালের ব্যবসায় নেতিবাচক প্রভাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার কেমিক্যালের মুনাফা রেখে দিয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদ নিয়মিতভাবে বোনাস শেয়ার দিয়েছে। এমতাবস্থায় ব্যবসায় ইতিবাচকতার পরিবর্তে নেতিবাচক প্রভাব পড়েছে। যা ফুটে উঠেছে কোম্পানিটির চলতি অর্থবছরের ১ম প্রান্তিকে বা ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর ২০১৭) পণ্য বিক্রয় ৩১ শতাংশ কমার মাধ্যমে। যাতে করে কোম্পানিটির মুনাফা কমেছে ৩৫ শতাংশ। কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাব বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। ব্যবসায় বাড়ানোর লক্ষ্যে ফার কেমিক্যালের তালিকাভুক্তির বছর থেকেই কোম্পানিটির পর্ষদ নিয়মিতভাবে বোনাস শেয়ার দিচ্ছে। ২০১৩-১৪ অর্থবছরের ব্যবসায় ২০ শতাংশ বোনাস শেয়ার দেয়া কোম্পানিটির পর্ষদ ২০১৪-১৫ অর্থবছরের ব্যবসায় ২৫ শতাংশ দেয়। এরপরে ২০১৫-১৬ অর্থবছরের ব্যবসায় ২০ শতাংশ বোনাস শেয়ারের সঙ্গে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। আর সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় শুধু ১০ শতাংশ বোনাস শেয়ার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে চলতি বছরের ১ম প্রান্তিকে কোম্পানিটির ৩১ কোটি ২৪ লাখ টাকার পণ্য বিক্রয় হয়েছে। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৪৫ কোটি ৩০ লাখ টাকা। এ হিসাবে ব্যবসায় বাড়ানোর লক্ষ্যে মুনাফা রেখে দিলেও বা বোনাস শেয়ার প্রদান সত্ত্বেও কোম্পানির বিক্রয় কমেছে ১৪ কোটি ৬ লাখ টাকার বা ৩১ শতাংশ। ফার কেমিক্যালের কর্মকর্তা আবুল বাশার বলেন, চাহিদা কম হওয়ার কারণে বিক্রয় কমেছে। যাতে মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।
×