ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পাসওয়ার্ড মনে করাতে

প্রকাশিত: ০৫:৩৯, ৫ ডিসেম্বর ২০১৭

পাসওয়ার্ড মনে করাতে

ভুলে যাওয়া পাসওয়ার্ড মনে করাতে হাতের তালু স্ক্যানিংয়ের ব্যবহার নিয়ে নতুন এক পেটেন্ট আবেদন করেছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিকস প্রতিষ্ঠান স্যামসাং। বৃহস্পতিবার প্রযুক্তি সাইট স্যামমোবাইল’র এক প্রতিবেদনে বলা হয়, ‘স্যামসাং বিশ্বাস করে, একজন মানুষের হাতের তালুর রেখাগুলোতে পাসওয়ার্ডের ইঙ্গিত লুকিয়ে রেখে পরে তাকে সেই পাসওয়ার্ড মনে করতে সহায়তা করতে ব্যবহৃত হতে পারে।’ ৪২ পৃষ্ঠার ওই পেটেন্টের নথিতে বলা হয়, প্রতিষ্ঠানটি নতুন এক উপায় চালু করেছে যার মাধ্যমে ডিভাইসগুলো সামনের ক্যামেরা ব্যবহার করে হাতের তালুর একটি ছবি নিতে পারে আর পরবর্তীতে ফোনটি পরিচয় শনাক্তে সক্ষম হবে, যদি না স্মার্টফোনটিতে ইতোমধ্যেই সংগৃহীত হাতের তালুর ছবির সঙ্গে হাতের রেখাগুলো মিলে যায়। প্রতিবেদনে বলা হয়, ‘এই কৌশল আইরিশ বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের মতো নয়। বরং স্যামসাং চায় হাতের তালু স্ক্যানিং ব্যবহারের মাধ্যমে যে ব্যবহারকারী পাসওয়ার্ডের জন্য ইঙ্গিত দিতে বলছেন তার পরিচয় নিশ্চিত করা।’ বর্তমানে স্যামসাং নিরাপত্তার জন্য চোখ স্ক্যান, ফেসিয়াল রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট যাচাই, প্যাটার্ন আর পিন কোডের মতো কৌশল ব্যবহার করছে, উল্লেখ করা হয়। Ñআইএএনএস
×