ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সৌদিতে জিয়া পরিবারের সম্পত্তি পাচারের ঘটনা প্রকাশের পর বিএনপি নেতারা চুপ ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৮:৫৬, ৪ ডিসেম্বর ২০১৭

সৌদিতে জিয়া পরিবারের সম্পত্তি পাচারের ঘটনা প্রকাশের পর বিএনপি নেতারা চুপ ॥ হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সৌদি আরবে জিয়া পরিবারের বিরুদ্ধে অবৈধভাবে সম্পত্তি পাচারের ঘটনা প্রকাশ হওয়ার পর বিএনপি নেতারা চুপ হয়ে গেছে। পাচারকৃত সব টাকা বাজেয়াফত করে দেশে ফেরত আনার ব্যবস্থা করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ‘জিয়া পরিবার কর্তৃক সৌদি আরবসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবৈধভাবে পাচার হওয়া অর্থ উদ্ধার ও দ্রুত বিচারের দাবিতে’ এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। হাছান মাহমুদ প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এত কথা, বিদেশী টেলিভিশনে এত কথা, কিন্তু মির্জা ফখরুল সাহেব আপনার মুখে কোন কথা নেই কেন? আজকে যখন তদন্তে সত্য তথ্য বেরিয়ে আসছে তখন বিএনপি নেতাদের মুখ দিয়ে কোন কথা বের হয় না কেন? তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সৌদি আরবে শপিংমল, বিল্ডিংসহ নানা সম্পত্তি রয়েছে এমন কথা বেরিয়ে আসছে। টেলিভিশনের খবর অনুযায়ী বলা হচ্ছে, পৃথিবীর অন্তত ১২টি দেশে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। এসব লুটপাটের সম্পত্তি। বাংলাদেশ থেকে লুটপাট করে এই সম্পত্তি তারা অর্জন করেছে। এটা আজকে তদন্তে বেরিয়ে আসছে। আয়োজক জোটের সহ-সভাপতি আসরারুল হাসান আসুলের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, নাট্যব্যক্তিত্ব ফাল্গুনী হামিদ, সংগঠনের সহ-সভাপতি চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন, সহ-সভাপতি আবদুল মতিন ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
×